কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ অক্টোবর ২০১৯

516
0

আন্তর্জাতিক

  • কুলভূষণ যাদবের ঘটনায় পাকিস্তান স্পষ্টতই ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক ন্যায় আদালতের সভাপতি বিচারপতি আবদুল ওয়াকি আহমেদ ইউসুফ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় এই রিপোর্ট পেশ করলেন।
  • পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৭৪ জনের। লাহোর থেকে ৪০০ কিমি দূরে লিয়াকতপুরে এই ঘটনা ঘটেছে। করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে চলাচলকারী ‘তেজগম এক্সপ্রেস’ ট্রেনটিতে গ্যাস স্টোভ ফেটে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। তারই ফলে এই অপমৃত্যু বলে অনুমান করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত সত্য জানা যাবে। ট্রেনটির সকলেই নাকি তীর্থযাত্রী ছিলেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
  • আল বাগদাদির মৃত্যুর পর আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরেশি জঙ্গি গোষ্ঠী আই এসের প্রধান পদে বসেছেন বলে জানানো হল জঙ্গিগোষ্ঠীর তরফে।

 

জাতীয়

  • গুরুদাস দাশগুপ্তর (৮৩) জীবনাবসান হল। ভারতের কমিউন্সিট পার্টি (সিপিআই)-এর শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সাধারণ সম্পাদক পদে তিনি আসীন ছিলেন দীর্ঘদিন। তিনি লোকসভায় দুবারের ও রাজ্যসভায় ৩ বারের সাংসদ। ঘটনাচক্রে এদিনই ছিল এআইটিইউসি-র শতবর্ষ পূর্তির অনুষ্ঠান।
  • জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের সূচনা হল। দুই স্থানের প্রথম দুই উপরাজ্যপাল হিসেব শপথ গ্রহণ করলেন যথাক্রমে জিসি মুর্মু এবং আর কে মাথুর।

 

বিবিধ

  • আগামী ২২ নভেম্বর থেকে যাবতীয় রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিল টুইটার।
  • চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসেই দেশের রাজকোষ ঘাটতি লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশে পৌঁছে গেল। প্রসঙ্গত, এই অর্থবর্ষে রাজকোষ ঘাটতি ৭.০৩ লক্ষ কোটি টাকা বা জিডিপি–এর ৩.৩ শতাংশকে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
  • গত সেপ্টেম্বর মাসে দেশের ৮টি প্রধান পরিকাঠামো (বিদ্যুৎ, ইস্পাত, শোধনাগারজাত সামগ্রী, অপরিশোধিত তেল, কয়লা, সিমেন্ট, প্রাকৃতিক গ্যাস ও সার) গত ১৪ বছরের মধ্যে সব থেকে করুণ অবস্থায় (৫.২% পতন, ১ বছর আগেও ছিল ৪.৩%) পৌঁছেছে বলে অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশ। দেশের কারখানাজাত সামগ্রীর দুই-পঞ্চমাংশই উৎপাদিত হয় এগুলির সাহায্যে। ২০০৪-২০০৫ বা ২০১১-২০১২ কোনো ভিত্তিপরিমাপ ধরেও এত শোচনীয় পতন দেখা যায়নি। কয়লার অবস্থা শোচনীয়তম, সেপ্টেম্বরে সংকোচন ২০.৫%, যাতে ১ বছর আগেও প্রসার ঘটেছিল ৬.৪%।

 

খেলা

  • ২০২০ টি২০ বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করল ওমান এবং স্কটল্যান্ড। এর আগে নামিবিয়া, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ডও চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
  • অলিম্পিক টেস্ট ইভেন্টে পুরুষদের ৬৩ কেজি বিভাগে শিবা থাপা এবং মহিলাদের ৭৫ কেজি বিভাগে পূজা রানী সোনার পদক জিতলেন।
  • আইএসএলে ওড়িশা এফসি ৪-২ গোলে হারাল মুম্বই সিটিকে। প্রসঙ্গত, দিল্লি ডায়ানামোজ দলটি চলতি মরসুমে নাম বদলে হয়েছে ওড়িশা এফসি। তাদের ঘরের মাঠ ভুবনেশ্বর।