কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ আগস্ট ২০১৯

schedule
2019-09-03 | 06:14h
update
2019-09-03 | 06:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ইরানের সেনান উৎক্ষেপণের সাইট ওয়ান-এর ছবি প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেখানে যে বিপর্যয় ঘটেছে ছবিতেই তার প্রামণ রয়েছে বলে তিনি দাবি করলেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের আকাশসীমায় প্রবেশ করেছে, ছবিটিই তার প্রমাণ বলে ইরান মন্তব্য করল।
  • হংকংয়ে ১৩তম সপ্তাহে পড়ল সরকারবিরোধী বিক্ষোভ। এদিন বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরা বোতল বোমা ছুড়ে বিক্ষোভ দেখালেন।

জাতীয়

  • সুপ্রিম কোর্ট প্রদত্ত সময়সীমা মেনে প্রকাশিত হল অসমের নাগরিক পঞ্জীকরণ (এনআরসি) তালিকা। ১৯৫২ সালের পর এদিন পুনরায় অসমে এই তালিকা প্রকাশিত হল। চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লক্ষ মানুষের নাম রয়েছে। অন্যদিকে
  • ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম বাদ পড়ল। ৪ মাসের মধ্যে ফরেনার্স ট্রাইবুনালে আবেদন জানাতে হবে তাঁদের। এক বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ায় পরবর্তী প্রক্রিয়ায় ট্রাইবুনালের কাজে স্বচ্ছতা রাখার জন্য অসম সরকারের কাছে আবেদন জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
  • মহারাষ্ট্রে ধুলে জেলায় একটি কারখানায় পরের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ১৩ জনের। জখম হলেন ৫৮ জন। রুমিথ কেমস্পিথ প্রাইভেট লিমিটেড নামে এই সংস্থায় রাসায়নিক দ্রব্য তৈরি হত।
Advertisement

বিবিধ

  • কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজির হাতে ‘সমুদ্র অন্বেষিকা’ জাহাজটিকে তুলে দিল টিটাগড় ওয়াগনস লিমিটেড। সমুদ্র জলের মান, দূষণ, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব প্রভৃতি বিষয়ে গবেষণা চালানো যাবে এই জাহাজ থেকে। এই ধরনের ভাসমান গবেষণাগার ভারতে এটি দ্বিতীয়। এর আগে ২০১৮ সালে সমুদ্র গবেষণার জন্য সাগরতারা জাহাজটি নির্মাণ করেছিল এই সংস্থা।

খেলা

  • অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবল প্রতিযোগিতায় ভারত চ্যাম্পিয়ন হল। কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা ৭-০ গোলে নেপালকে হারাল। হ্যাট্রিক করলেন সিদ্ধার্থ নংমেইকাপাম। ভারতীয় দলের অধিনায়ক অনীশ মজুমদার, কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। প্রতিযোগিতায় ৫ ম্যাচে ২৮ গোল করেছে ভারত।
  • জামাইকা টেস্টে ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করল। ভারতের হয়ে শতরান করলেন হনুমা বিহারী (১১১)। এটি তাঁর প্রথম টেস্ট শতরান। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে হ্যাট্রিক করলেন ভারতের যশপ্রীত বুমরাহ।
  • বেলজিয়ামে ফর্মুলা টু রেসে দুর্ঘটনায় মৃত্যু হল ২২ বছরের ফরাসি চালক অঁতোয়াঁ উবার্তের।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.05.2024 - 20:10:46
Privacy-Data & cookie usage: