কারেন্ট অ্যাফেয়ার্স ৩ এপ্রিল ২০২০

524
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে একই রকম পরিস্থিতি কোভিড-১৯ সংক্রমণের৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৫৫,৭৭০ এবং আক্রান্তের সংখ্যা ১০,৫৬,২৫৬৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এক দিনে ১১০০ জনের মৃত্যু হল করোনা ভাইরাস সংক্রমণে৷ ইতালিতে প্রায় ১৪ হাজার ও স্পেনে প্রায় ১১ হাজার জন এবং জার্মানিতে ১১৩৮ জন প্রাণ হারালেন৷ অন্যদিকে চিনের উহানে দুমাস পর লকডাউন প্রত্যাহৃত হয়েছে৷ তাও নাগরিরকদের যাতায়াতে নিয়ন্ত্রণ রাখা হয়েছে৷ এদিকে করোনা আক্রান্তদের সেবা করতে গিয়ে ব্রিটেনে মৃত্যু হল আরিসা নামরিন নামে একজন নার্সের৷ এই প্রথম কোনো এশীয় বংশোদ্ভূত নার্সের মৃত্যু হল ব্রিটেনে৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করলেন যে এই ভাইরাসের টিকা তাঁরা আবিষ্কার করেছেন৷ ইঁদুরের ওপর এর প্রয়োগ সফল হয়েছে৷ এর নাম দেওয়া হয়েছে পিটসবার্গ করোনা ভাইরাস ভ্যাকসিন৷ এদিকে করোনা রুখতে “লকডাউন” ঘোষণা করল সিঙ্গাপুর৷

জাতীয়

  • দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৪৭৮ জন৷ তাঁদের মধ্যে ২৬০ জন দিল্লির নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের সভায় উপস্থিত ছিলেন বলে জানানো হল৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হল, ওই সভা থেকে সংক্রমণ ছড়ানোর ৬৪৭টি ঘটনা গত দুদিনে জানা গেছে৷ ৩৯টি দেশ থেকে ভারতে আসা ৯৬০ জন তবলিগি সদস্যের পর্যটন ভিসা বাতিল করা হয়েছে ও তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাল৷ স্বাস্থ্য মন্ত্রকের দাবি, দেশে মোট সংক্রমণের ২৮ শতাংশের সঙ্গে ওই সভার যোগ পাওয়া গেছে৷ মুম্বই বিমানবন্দরে কর্মরত ১১ জন সিআরপিএফ জওয়ানের শরীরেও করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে৷ দেশে এই সংক্রমণে ৯০ জন প্রাণ হারিয়েছেন৷ অন্যদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট বৈদ্যুতিক আলো বন্ধ রেখে বারান্দায় এসে মোম বা প্রদীপ বা ওই জাতীয় কিছু জ্বালানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রসঙ্গত, ১৯৮০ সালে ওই দিন ওই সময় বিজেপি দল গড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ৯টা থেকে ৯টা ৯ মিনিট তাত্ত্বিক জন্ম হয় নারকেল ভেঙে।

বিবিধ

  • লকডাউনের ফলে দেশে কমছে বিদ্যুতের চাহিদা৷ গত ১ এপ্রিল তা ছিল ১২৫.৮১ গিগাওয়াট৷ একবছর আগের ওই তারিখে তা ছিল এর থেকে ৪৩ গিগাওয়াট বেশি৷
  • আরও পড়ল টাকার দাম৷ তা হল ৭৬.১৩ টাকা প্রতি ডলার৷

খেলা

  • দেশের ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের পাশে চাইলেন তিনি৷ এই লড়াইয়ে নাগরিকদের সচেতন করার জন্য এগিয়ে আসার আবেদন জানালেন শচীন তেন্ডুকরল, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, এমএস ধোনি, পিভি সিন্ধু, পিটি ঊষা, বিশ্বনাথন আনন্দ, যুবরাজ সিং, মেরি কম, শরৎ কমল, মহম্মদ শামি, মীরাবাই চানু, সাইনা নেহাওয়াল প্রমুখের কাছে৷
  • করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় এজবাস্টন ক্রিকেট মাঠকে ব্যবহারের জন্য খুলে দিল ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব৷