আন্তর্জাতিক
- বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে ৩৮৪৯১৭ জন প্রাণ হারিয়েছেন৷ ৬৫২১৯০১ জন আক্রান্ত হয়েছেন৷ পাকিস্তানে এই সংক্রমণে মৃত্যু হল আইনসভার দুজন সদস্য গুজরানওয়ালা শওকত মনজুর চিমা এবং মিয়াঁ জামশেদ কাকাখেলের৷ বাংলাদেশে ‘সাধারণ ছুটি’ প্রত্যাহত হল৷ সেখানে ৫৫১৪০ জন আক্রান্ত, ৭৮৬ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম ইতালি এদিনই আন্তর্জাতিক সীমানা খুলে দিল৷ অন্যদিকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের বিমান সংস্থাগুলির উড়ান নিষিদ্ধ করল৷
- মার্কিন যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের সিটি হলে জর্জ ফ্লয়েডের স্মরণসভায় উপস্থিত থাকলেন তাঁর স্ত্রী রক্সি ওয়াশিংটন ও শিশু কন্যা জিয়ানা৷ বিক্ষোভ মিছিলে পথে হাঁটলেন প্রায় ৬০০০০ মানুষ৷ গত ১ জুন ওয়াশিংটনে গভীর রাতে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচাতে ৭০ জন আন্দোলনকারীকে নিজের ঘরে ঠাঁই দিয়ে শিরোনামে এলেন রাহুল দুবে৷
জাতীয়
- আবর সাগরে ঘনীভূত প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ল মহারাষ্ট্রের আলিবাগ উপকূলে৷ তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিমি৷ এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তবে স্থলভূমিতে ঢোকার পর এই ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হয়৷
- দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ অতিক্রম করল (২০৭৬১৫)৷ জীবনহানি হয়েছে ৫৮১৫ জনের৷ মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থানে যথাক্রমে করোনায় মৃত্যু হয়েছে ২৪৬৫, ১০৯২, ৫৫৬, ৩৬৪, ৩৪৫, ২২২, ২০৩ জনের৷ এই রাজ্যগুলির মৃত্যু হারের পরিসংখ্যান যথাক্রমে ৩.৪০, ৬.১৯, ২.৫১, ৪.৩২, ৫.৩০, ২.৬৫, ২.১৬ শতাংশ৷ গোটা দেশে ওই হার ২.৮০ শতাংশ৷
বিবিধ
- কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে চিহ্নিত করার প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর আগে মুম্বই বন্দর জওহরলাল নেহরুর নামে, তুতিকোরিন বন্দর ভি ও চিদম্বরমের নামে, এন্নোর বন্দর কামরাজের নামে, কান্ডালা বন্দর দীনদয়াল উপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে৷
- গত ২৭ মে কেরালার মল্লপুরমে আনারসের ভিতরে বাজি ভরে খেতে দেওয়া হয়েছিল একটি হস্তিনীকে৷ যন্ত্রনায় ছটফট করতে করতে মারা যায় গর্ভবতী হস্তিনীটি৷ সেই নিষ্ঠুর ঘটনাটি এদিনই প্রকাশ্যে এল৷
খেলা
- ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় স্টেডিয়ামে সর্বোচ্চ ৩০০ জন দর্শক থাকতে পারবেন বলে জানালো ইপিএল কর্তৃপক্ষ৷
- জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল প্রমুখ ক্রীড়া ব্যক্তিত্ব৷