কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুন ২০১৮

schedule
2018-06-04 | 10:49h
update
2018-06-04 | 10:49h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০০ কিমি। এই নিয়ে ষষ্ঠবার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা সফল হল।
  • সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে জম্মুতে পাক রেঞ্জার্স বাহিনীর ছোড়া গুলিতে শহিদ হলেন বিএসএফ-এর ২ জওয়ান।
  • সময়ে ট্রেন চালাতে না পারলে রেলের জোনাল প্রধানদের পদোন্নতি আটকে দেওয়া হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।

আন্তর্জাতিক

  • সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসাদের সঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন বৈঠক করবেন। পিয়ং ইয়ংয়ে বৈঠকটি হবে বলে জানাল উত্তর কোরিয়া। কিমের সঙ্গে ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর দক্ষিণ কোরিয়ার মাটিতে যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাদের সংখ্যা কমানো নিয়ে ওই বৈঠকে কোনো কথা হবে না বলে এদিন মন্তব্য করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব জন প্যাটিস।
  • আফগানিস্তানে স্কুল ছেড়ে দিয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার শিশু। পড়ুয়াদের অন্তত ৪৪ শতাংশই স্কুলছুট হয়। আফগান শিক্ষামন্ত্রী মিরওয়াইস বালখি একথা জানালেন। এজন্য তালিবান জঙ্গিরা দায়ী বলে তিনি মন্তব্য করেন। এবছরেই ২টি স্কুল পুড়িয়ে দিয়েছে তালিবানরা। তাদের আতঙ্কে বন্ধ হয়েছে শতাধিক স্কুল।
Advertisement

খেলা

  • সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড পাকিস্তানকে ইনিংস ও ৫৫ রানে হারাল। দুই ইনিংসে পাকিস্তান ১৭৪ ও ১৩৪ রান করেছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসে তোলে ৩৬৩ রান। দুই টেস্টের সিরিজ ১-১ ফলে ড্র হল।
  • নরওয়ে সুপার দাবায় ম্যাগনাস কার্লসেনের সঙ্গে ড্র করলেন বিশ্বনাথন আনন্দ। পাঁচটি ম্যাচেই ড্র করেছেন আনন্দ।
  • কুয়ালালামপুরে মহিলাদের টি ২০ এশিয়া কাপ শুরু হল। ভারত প্রথম ম্যাচে হারাল মালয়েশিয়াকে। ভারতের ১৪২ রানের জবাবে ১৩.৪ ওভারে তারা তোলে ২৭ রান। ভারতের পূজা ভাস্তরকর ৬ রানে ৩ উইকেট নেন।
  • দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার সম্মান পেলেন কাগিসো রাবাডা। ২০১৬ সালেও তিনি এই পুরস্কার পেয়েছিলেন।
  • দেরাদুনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে ৪৫ রানে জয়ী হল আফগানিস্তান।

বিবিধ

  • বাণিজ্য বিবাদ মেটাতে বেজিংয়ে তৃতীয় দফার বৈঠক করল চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য সচিব উইলবার রব এবং চিনের উপপ্রধানমন্ত্রী লিউ হে নেতৃত্ব ছিলেন বৈঠকে।
  • অবাঞ্ছিত ফোন দূর করতে এদেশে সংযোগ থাকা সব ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ অ্যাপ ব্যবহার করার নির্দেশ দিল ট্রাই। অবাঞ্ছিত ফোন ঠেকাতে টেলিফোন অপারেটর সংস্থাগুলিকে মাসে ৭৬ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সুপারিশ করেছে তারা।
  • সংস্থা চালাতে কেন্দ্রের কাছে মূলধন বাবদ অর্থ চাইল এয়ার ইন্ডিয়া। ২০১২ সাল থেকে রাষ্ট্রায়ত্ত উড়ান সংস্থাটিকে ২৬ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.05.2024 - 21:06:37
Privacy-Data & cookie usage: