কারেন্ট অ্যাফেয়ার্স ৩ ডিসেম্বর ২০১৯

462
0

আন্তর্জাতিক

  • কয়েকটি মার্কিন বেসরকারি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল চিন। এনইডি, ফ্রিডম হাউস হিউম্যান রাইটস ওয়াচ প্রভৃতি সংস্থাও রয়েছে এর মধ্যে। হংকং-এর আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
  • ভারত থেকে পলাতক স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ একটি নতুন রাষ্ট্র গঠন করেছেন বলে খবর প্রকাশিত হল। তিনি ইকুয়েডরের কাছে একটি দ্বীপ কিনে তার নাম দিয়েছেন ‘কৈলাস’। সেখানেই নতুন দ্বীপরাষ্ট্র গঠন করা হয়েছে। সংবাদে প্রকাশ, নতুন জাতীয় পতাকা, পাসপোর্টও তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, ভারতে মহিলাদের বিরুদ্ধে গুরুতর অপরাধে অভিযুক্ত তিনি।

জাতীয়

  • ‘এক দেশ এক রেশন কার্ড’ আগামী জুন মাসের মধ্যেই চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।
  • চাঁদের মাটিতে ইসরো প্রেরিত ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করল নাসা। নাসার ভারতীয় বিজ্ঞানী সন্মুগ সুব্রহ্মণ্যম এটির সন্ধান পেয়েছেন। গত ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে অবতরণের সময় ভেঙে পড়েছিল বিক্রম।
  • পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীনই মাঝপথে নজিরবিহীনভাবে ২ দিনের সভা মুলতুবি রাখার সিদ্ধান্ত জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
  • “২০১২ সালে বিজাপুরে পুলিশের সঙ্গে ১৭ জন মাওবাদীর মৃত্যু আসলে সাজানো ঘটনা। পুলিশ ঠান্ডা মাথায় খুন করেছিল নিরীহ গ্রামবাসীদের।” ছত্তিশগড় বিধানসভায় এদিন পেশ হওয়া বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টে এ কথা বলা হয়েছে।

বিবিধ

  • গত পাঁচ বছরে কেন্দ্রের মোদী সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের মাধ্যমে ২.৭৯ লক্ষ কোটি টাকা আয় করেছে। মনমোহন সিংয়ের আমলে ১০ বছরে বিলগ্নীকরণের মাধ্যমে ১.০৭ লক্ষ কোটি টাকা আয় করেছিল। রাজ্যসভায় এই তথ্য পেশ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

খেলা

  • হ্যামিলটন টেস্ট ড্র হল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচের শেষ দিনে শতরান (অপরাজিত ১০৪) করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।
  • নিউজিল্যান্ডের দুই ইনিংসে সংগ্রহ ৩৭৫ এবং ২ উইকেটে ২৪১। ইংল্যান্ডের সংগ্রহ ৪৭৬ রান। প্রথম টেস্ট জেতার সুবাদে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড।
  • সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে ভারত ৫-০ গোলে হারাল মালদ্বীপকে। জোড়া গোল করলেন বালা দেবী।
  • অনূর্ধ্ব ১৫ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মেঘালয়। ফাইনালে ৩-০ গোলে তারা অরুণাচল প্রদেশকে হারাল।
  • সাউথ এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলসে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জিতলেন মেহুলি ঘোষ। তাঁর স্কোর গেমস রেকর্ড করল।