আন্তর্জাতিক
- পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে ইসলামাবাদ পৌঁছল ‘আজাদি মার্চ’। সে দেশের বিরোধী নেতা ফজলুর রহমানের ডাকে এই মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ। তাঁদের দাবি, অবৈধ উপায়ে নির্বাচনে জয়লাভ করার দায় মেনে পদত্যাগ করতে হবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে।
- বাংলাদেশের শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হল নোবেল পুরস্কার জয়ী মহম্মদ ইউনুসকে। গ্রামীণ কমিউনিকেশনস সংস্থার শীর্ষকর্তা হিসাবে ৫ কর্মীকে ছাঁটাই করার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শ্রম আদালত। ট্রেড ইউনিয়ন গঠনের অভিযোগে ছাঁটাই করা হয়েছিল ওই কর্মীকে।
জাতীয়
- দূষণে বিধ্বস্ত দিল্লির জনজীবন। বাতাসের গুণগত মানের সূচক (একিউআই) এদিন ছিল ৬২৫ যা এ মরসুমে সব থেকে বেশি। দৃশ্যমানতা কমে যাওয়ায় এদিন ৩৭টি বিমান দিল্লি বিমানবন্দরে নামতে পারেনি। দিল্লিতে গাড়ি চলায় জোড়–বিজোড় নীতি প্রবর্তনের সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
- ২০২০ সালের প্রথম দিন থেকে ভারতীয় জাহাজগুলিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করল ডিরেক্টর জেনারেল অব শিপিংয়ের দপ্তর।
বিবিধ
- থাইল্যান্ডে শুরু হল আশিয়ান-ইন্ডিয়া সম্মেলন ‘আশিয়ান গোষ্ঠীর ১০টি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। ১৬টি দেশ নিয়ে মুক্ত আঞ্চলিক বাণিজ্য চুক্তি হওয়ার কথা এই সম্মেলনে। বিশ্বের ১৬টি দেশের ৩৬০ কোটি মানুষ বসবাস করেন এই অঞ্চলে। বাণিজ্য বিষয় ছাড়া ভারতের সঙ্গে সন্ত্রাস মোকাবিলায় সহযোগিতার ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতিও দিল আশিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগোষ্ঠী।
খেলা
- প্যারিস মাস্টার্সে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোবিচ। এদিন ফাইনালে তিনি ৬-৩, ৬-৪ গেমে হারালেন ডেভিস শাপোলভকে। এই নিয়ে পঞ্চমবার তিনি এই খেতাব জিতলেন। এটি তাঁর ৩৪তম মাস্টার্স খেতাব।
- ভারতের ১৮ বছরের কিশোর ব্যাডমিন্টন খেলোয়াড় লক্ষ্য সেন সারলোরলাক্স ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। জার্মানিতে আয়োজিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে তিনি ১৭-২১, ২১-১৮, ২১-১৮ গেমে হারালেন চিনের ওয়েং হং ইয়াংকে। এখানে তিনি ছিলেন অষ্টম বাছাই।
- টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নেদারল্যান্ডস। রানার আপ পাপুয়া নিউগিনি।
- নয়াদিল্লিতে বাংলাদেশের সঙ্গে প্রথম টি২০ ম্যাচে ভারত ৭ উইকেটে হেরে গেল। ভারতের রোহিত শর্মা এদিন ৯ রান করলেন। সেই সঙ্গেই বিরাট কোহলির ৭২ ম্যাচে ২৪৫০ রানের বিশ্বরেকর্ড ভেঙে ৯৯ ম্যাচে ২৪৫২ রানের রেকর্ড করলেন শর্মা। ভারতের সঙ্গে নবম টি২০ ম্যাচে প্রথম জয় পেল বাংলাদেশ।
- ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভিয়েতনামের কাছে ০-৩ গোলে হার মানল ভারতের মহিলা দল।