কারেন্ট অ্যাফেয়ার্স ৩ মে ২০২০

531
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ নিয়ে দুই বিপরীত চিত্র দেখা গেল৷ একদিকে সংক্রমণ বাড়ছে রাশিয়ায়, ব্রাজিলে— রাশিয়ায় একদিনে প্রায় দশহাজার করোনা রোগীর খোঁজ মিলেছে৷ সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১,৩৪,৬৭৮৷ মৃত্যু হয়েছে ১,২৮০ জনের৷ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার জন৷ মৃত্যুহয়েছে ৭ হাজার মানুষের৷ গোটাবিশ্বে আক্রান্ত হয়েছেন ৩৫,৩৯,৬৫৪ জন৷ মৃত্যুহয়েছে ২,৪৭,০৩৩ জনের৷ বাংলাদেশের বিশিষ্ট লেখক মুনতাসির সামুন করোনায় আক্রান্ত হয়েছেন৷ অন্যদিকে জার্মানিতে, ইরানে খুলে দেওয়া হল ধর্মস্থানগুলি৷ ইতালি, স্পেনেও লকডাউন শিথিল করা হয়েছে৷
  • ইজরায়েলের আদালতে ঘুষ, প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগে মামলা শুরু হল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে৷

 

জাতীয়

  • কাশ্মীরের হান্দোয়ারায় জঙ্গিদের থেকে স্থানীয় ৫ জন পণবন্দিকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল সেনাবাহিনীর ২ পদস্থ অফিসার সহ ৫ জনের৷ দাঙ্গিমুল্লা গ্রামের একটি বাড়িতে ঢুকে ৫ জন পণবন্দিকেই তাঁরা উদ্ধার করতে সমর্থ হয়েছেন৷ জঙ্গিদের গুলিতে শহিদ হলেন ২১ রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং এবং জম্মু-কাশ্মীর পুলিশের এ এস আই শাকিল কাজি৷ দীর্ঘ সংঘর্ষে ২ জঙ্গিরও মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে একজন পাক নাগরিক হায়দর বলে জানা গেছে৷ লস্কর ই তৈবা এইঘটনার নেপথ্যে ছিল৷ তারা ঘটনার দায়িত্ব স্বীকার করেছে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২,৪৮৭ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে ৮৪ জনের৷ দেশে মোট ৪০,২৬৩ জন আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ১,৩০৬ জনের৷ দেশে ১২ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে৷ এক্ষেত্রে দেশে মৃত্যুর হার ৩.২ শতাংশ৷ এদিকে করোনা আক্রান্তদের সেবায় যেসব চিকিৎসক ও নার্সরা লড়াই করছেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে এদিন দেশের বিভিন্ন কোভিড হাসপাতালের ওপর পুষ্পবৃষ্টি করল সেনাবাহিনীর হেলিকপ্টার৷ প্রসঙ্গত, এদিন দ্বিতীয় দফায় ৪০ দিনের শাটডাউন পর্ব সম্পূর্ণ হল৷

 

বিবিধ

  • বিমান জ্বালানির দাম কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি৷ কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম হল ২৭৮০৪.২৩ টাকা৷ অর্থাৎ প্রতি লিটার ২৭.৮০ টাকা৷ সেখানে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৩.৩০ টাকা৷ প্রতি লিটার কেরোসিনের বিক্রয়মূল্য ৪৪.৬৬ টাকা৷ দেশে গত ৫০ দিন ধরে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম৷

 

খেলা

  • সেপ্টেম্বরের আগে দেশে কোনো ক্রীড়াপ্রতিযোগিতার আয়োজন করা যাবে না বলে জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু৷ মে মাসের শেষদিকে পাতিয়ালা ও বেঙ্গালুরুর জাতীয় ক্রীড়াশিবির চালুর চেষ্টা হবে বলে তিনি জানালেন৷ এই দুই শিবিরে দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অলিম্পিকের জন্য অনুশীলন ও প্রস্তুতি শুরু করবেন৷