কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুন, ২০১৯

schedule
2019-06-07 | 12:08h
update
2019-06-07 | 12:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • ব্রিটেন সফরে বিদায়ী ব্রিটিশ প্রধনমন্ত্রী টেরেসা মে–র সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০ ফুট দীর্ঘ ‘বেবি ট্রাম্প’ বেলুন উড়িয়ে তাঁর সফরের প্রতিবাদ জানালেন পরিবেশ-আন্দোলনকারীরা। অন্যদিকে নৈশভোজে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে বক্তৃতা দেওয়ার পর তাঁর পিঠ চাপড়ে দিয়ে ফের বিতর্কে জড়ালেন ট্রাম্প। অভিযোগ, তিনি রাজপরিবারের সদস্যদের সঙ্গে আচরণের অলিখিত নিয়ম ভেঙেছেন।
  • সৌদি আরবের রাজা সলমন বিন আবদুলাজিজের সঙ্গে অবমাননাকর আচরণের অভিযোগ উঠল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। দোভাষীর মাধ্যমে কথা চলার সময় বৈঠক অসমাপ্ত রেখে ইমরান চলে যান বলে অভিযোগ।
  • প্যাট্রিশিয়া বাথ (৭৬) প্রয়াত হলেন। এই অ্যাফ্রো-মার্কিন চিকিৎসক ছানি চিকিৎসার সরল পদ্ধতি আবিষ্কার করেছিলেন।
Advertisement

জাতীয়

  • বায়ুসেনার ১৩ জওয়ান সহ নিখোঁজ বায়ুসেনার ‘এ এন ৩২’ বিমানটির কোনো খোঁজ মিলল না এখনও।
  • গোয়া বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন রাজেশ পাটলেকর।
  • রাহুল গান্ধীর নাগরিকত্ব বিষয়ে তথ্যের অধিকার আইনে আবেদন জানানো এক ব্যক্তিকে কোনো তথ্য দিতে অস্বীকার করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কোনো বিষয়ে তদন্ত চলাকালীন তথ্য প্রকাশ না করার যুক্তি দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

বিবিধ

  • রমধনু পাগড়ি তৈরি করে নজর কাড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর স্নায়ুবিজ্ঞানী জীবনদীপ কোহলি। তিনি ভারতীয় বংশোদ্ভূত। এলজিবিটিকিউ (রূপান্তরকামী, সমকামী ইত্যাদি)-দের ‘প্রাইড মান্থ’ উদ্‌যাপনে তিনি ওই পাগড়ি নির্মাণ করেছেন।
  • পশ্চিমবঙ্গে সরকারি–বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মিলিয়ে নতুন শিক্ষাবর্ষে, শিক্ষার্থীদের আসন সংখ্যা বেড়ে ৩৮০০ হল বলে জানাল রাজ্য সরকার।

 খেলা

  • বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা ৩৪ রানে আফগানিস্তানকে হারিয়ে দিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে মাচের নিষ্পত্তি হয়। ম্যান অব দ্য ম্যাচ হলেন জয়ী দলের নুয়ান প্রদীপ (৯-১৩১-৪)।
  • ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসে সেমি ফাইনালে উঠলেন জোহানা কন্টা। ৩৬ বছর পর কেনো ব্রিটিশ মহিলা ফরাসি ওপেনের শেষ চারে পৌঁছোলেন (১৯৮৩ সালে জো দুরি-র পর)।
  • ২০১৯ এবং ২০২০ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতা কাতারে আয়োজিত হবে বলে জানাল ফিফা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 09:29:44
Privacy-Data & cookie usage: