কারেন্ট অ্যাফেয়ার্স ৪ নভেম্বর ২০১৯

558
0

আন্তর্জাতিক

  • ইরানে দশ গুণ বাড়ানো হবে ইউরেনিয়াম উৎপাদন। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি এই ঘোষণা করলেন। এই ঘোষণা ২০১৫ সালের পরমাণু চুক্তির পরিপন্থী। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য ২০১৮ সালে এই পরমাণু চুক্তি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছে। মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহৃত না হওয়ার প্রতিবাদে তারা ইউরেনিয়াম উৎপাদন বাড়াচ্ছে বলে জানাল ইরান।
  • ইন্দোনেশিয়ার সুমাত্রায় গুলি করে খুন করা হল ২ জন সাংবা্দিককে। অবৈধ পাম তেল সংস্থা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে জমি বিরোধ নিয়ে খবর প্রকাশ করেছিলেন তাঁরা।
  • ব্রাজিলের মারান হাও প্রদেশে আমাজন অরণ্যে একজন আদিবাসী মানুষকে গুলি করে হত্যার অভিযোগ উঠল চোরাচালানকারীদের বিরুদ্ধে। জঙ্গল কেটে যারা সাফ করে দিচ্ছে তাদের সঙ্গে বার-বার সংঘাত হচ্ছে আদিবাসীদের। আরও একজন আদিবাসী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

জাতীয়

  • শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিট মার্কেটে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। মৃত্যু হল উত্তরপ্রদেশ থেকে আসা একজন মহিলার। জখম হলেন ৩৫ জন।
  • রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি থেকে বেরিয়ে এল ভারত। ৭ বছর ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু এটিতে স্বাক্ষর করলে ভারতের বাণিজ্যিক ক্ষতির সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। সেই কারণেই ব্যাঙ্ককে ইন্ডিয়া-আশিয়ান সম্মেলনের মঞ্চেই চুক্তিতে ভারতের না থাকার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • তেলেঙ্গনায় রাজস্ব বিভাগের আধিকারিক বিজয়া রেড্ডিকে (৩০) তাঁর দপ্তরে ঢুকে পুড়িয়ে হত্যা করা হল। জমির নথি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা।

 

বিবিধ

  • ভারত–বাংলাদেশ প্রোটোকল রুটে পণ্য পরিবহণের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ সচিব গোপাল কৃষ্ণ। হলদিয়া থেকে যাত্রা করল পণ্যবাহী জাহাজটি।
  • ৫০ বছরের বেশি বয়সের কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করল বিএসএনএল। বলা হচ্ছে, সংস্থার পুনরুজ্জীবনের লক্ষ্যে অন্যতম অঙ্গ এটি। গত ২৩ অক্টোবর রাষ্ট্রায়ত্ত বিএসএনএল এবং এমটিএলএল–এর পুনরুজ্জীবনে ৬৯০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

 

খেলা

  • দেওধর ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত ‘বি’। রাঁচিতে ফাইনাল ম্যাচে তারা ভারত ‘সি’ দলকে ৫১ রানে হারাল। ভারত ‘সি’ দলের হয়ে ৪৩ রানে ৫ উইকেট নিল বাংলার ছেলে ঈশান পোড়েল। ‘সি’ দলের অধিনায়ক শুভমান গিল সব থেকে কম বয়সে অধিনায়ক হিসবে দেওধর ট্রফির ফাইনালে খেলার (২০ বছর ৫৭ দিন) নজির গড়লেন। তিনি ভাঙলেন ২০০৯-১০ মরসুমে ২১ বছর ১৪২ দিন বয়সে উত্তরাঞ্চল দলকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলির রেকর্ড।
  • রিয়াল কাশ্মীর ফুটবল দলকে নিয়ে তৈরি তথ্যচিত্র সিঙ্গল ডকুমেন্টরি ক্যাটেগরিতে ব্রিটিশ আকাদেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভশিন (স্কটল্যান্ড) পুরস্কার পেল।
  • মেয়েদের একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩ রানে হারাল ভারত। প্রথম ম্যাচে ভারত হেরেছিল।