কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মার্চ ২০২০

591
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণে চিনে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯৪৩। ইতালিতে ১০০ এবং ইরানে ৯২ জনের মৃত্যু হল এই সংক্রমণে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় লন্ডন বইমেলা বাতিল করে দেওয়া হল। ইরানের কারাগারগুলিতে রোগ ছড়ানোয় ৫৪ হাজার বন্দিকে সাময়িক ভাবে মুক্তি দেওয়ার কথা জানাল তারা।
  • মিশরের সেনা অফিসার হিশাম অ্যাসমাবিকে মৃত্যুদণ্ড দিল সেদেশের আদালত। সেনা বাহিনী ছেড়ে কট্টরপন্থী জঙ্গি দলে নাম লেখান হিশাম। বড় কয়েকটি হামলায় যুক্ত ছিলেন তিনি।
  • পুনরায় প্রশ্ন চিহ্ন উঠে গেল মার্কিন-তালিবান শান্তিচুক্তি নিয়ে। আফগানিস্তানের দক্ষিণ প্রদেশে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র। হেলমন্দের মার্কিন সেনাচৌকিতে পালটা হামলা চালিয়েছে তালিবান জঙ্গিরা।

জাতীয়

  • ভারতেও ভাইরাস আক্রমণ ছড়িয়ে পড়ল। ২৯ জন আক্রান্ত হলেন এই সংক্রমণে। সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাজস্থানে। সেখানে আক্রান্ত হলেন ১৭ জন। জয়পুরে ৬০ দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিতব্য বন্যপ্রাণ সম্মেলন স্থগিত রাখা হল।
  • জম্মু ও কাশ্মীরে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন। প্রায় ৭ মাস বহাল ছিল এই নিষেধাজ্ঞা।

 

বিবিধ

  • দেশের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি পরিষেবা দিতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০১৮ সালের ওই নির্দেশিকা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, ওই নির্দেশে ভারসাম্যের অভাব রয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

 

খেলা

  • রঞ্জি ট্রফির সেমিফাইনালে গুজরাটকে ৯২ রানে হারাল সৌরাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট সহ ম্যাচে ১০ উইকেট নিলেন সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট।
  • আই লিগে ট্রাউ ১-০ গোলে হারাল চার্চিল ব্রাদার্সকে। ফলে খেতাবি দৌড়ে থেকে চার্চিল ছিটকে গেল। নেরোকো এফসিকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এল রিয়াল কাশ্মীর। ১৪টি ম্যাচ খেলে মোহনবাগান, রিয়াল ও চার্চিল-এর পয়েন্ট যথাক্রমে ৩৫, ২২ ও ২০। ১৫টি ম্যাচ খেলে মিনার্ভা ও ইস্টবেঙ্গলের পয়েন্ট যথাক্রমে ২৩ ও ২০।
  • বিশ্ব স্থানাঙ্কে চতুর্থ স্থানে উঠে এল ভারতের পুরুষ হকি দল। ২০০৩ সালে র‍্যাঙ্কিং শুরুর পর এটাই ভারতের সেরা র‍্যাঙ্কিং।