কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে , ২০১৯

schedule
2019-05-08 | 12:38h
update
2019-05-08 | 12:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • বৌদ্ধ ও হিন্দু নীতি মেনে রাজ্যাভিষেক হল থাইল্যান্ডের রাজা মহা বাজিরালঙ্গকর্ণের। ১৭৮২ সাল থেকে ক্ষমতাসীন চকরি রাজবংশের দশম রাজা হিসাবে তিনি সিংহাসনে বসলেন। তাঁকে ‘দশম রাম’ হিসাবে অভিহিত করা হল। ১৯৫০ সালে তাঁর বাবা ভূমিবল আদুলাদেজের রাজ্যাভিষেক হয়েছিল।
  • ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির ভাই হোসেন ফেরেইদুজের কারাদণ্ড হল দুর্নীতির অভিযোগে।
  • ফ্লোরিডার জ্যাকসনভিলে সেনা ছাউনির বিমানবন্দর থেকে ছিটকে গিয়ে জনস নদীতে গিয়ে পড়ল মায়ামি এয়ার ইন্টারন্যাশনালের চার্টার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি। ১৩৬ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মীর মধ্যে ২১ জন কেবল মৃদু জখম হয়েছেন। বাকিদের গায় আঁচড়টিও লাগেনি।
Advertisement

জাতীয়

  • বিহারের মজফফরপুরের বেসরকারি হোমে অন্তত ১১ জন কিশোরীকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছে। মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুর। এমনই সুপ্রিম কোর্টে এক হলফনামায় জানাল সিবিআই।
  • দূরপাল্লার ট্রেনের যাত্রীদের মালপত্র চুরির একটি বড় ও সংগঠিত চক্রের চাঁই চন্দ্রকলাদেবীকে বিহারের বেগুসরাই থেকে গ্রেপ্তার করল রেল পুলিশ।
  • ঘূর্ণি ঝড় ফণীর তাণ্ডবে ওড়িশায় মৃত্যু হল ১২ জনের। প্রতিবেশী বাংলাদেশে এই ঝড়ের দাপটে মৃত্যু হল ১১ জনের।

বিবিধ

  • অসমের ওরাং রাজীব গান্ধী জাতীয় উদ্যান থেকে ১৮ মাস আগে নিখোঁজ হওয়া বাঘিনি ‘এফ-৩’-কে উদ্ধার করা হল  গড়িয়াপথার লোকলয় থেকে। ঘুমপাড়ানি গুলিতে কাবু করে গুয়াহাটি চিড়িয়াখানায় তার চিকিৎসা শুরু হল।
  • ভোট প্রচারে শিশুদের ব্যবহার করায় অভিনেত্রী কিরণ খেরকে নোটিস পঠাল নির্বাচন কিমশন।

খেলা

  • মার্কিন যুক্তরাষ্ট্রের এক বাস্কেটবল কোচ গ্রেগ স্টেফানকে ৪০০ নাবালক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনার দায়ে ১৮০ বছরের কারাদণ্ড দিল আদালত।
  • ২০১০ সালে লর্ডস টেস্টে ৩ পাক ক্রিকেটারের স্পট ফিক্সিং কাণ্ড তাঁর আগে থেকেই জানা ছিল বলে দাবি করলেন শাহিদ আফ্রিদি। সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জার’-এ তিনি এই দাবি করলেন।
  • শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন টি২০ মুম্বই লিগে আকাশ ঢইসার মুম্বই ওয়েস্টার্ন সাবার্ব দলের হয়ে ৫ লক্ষ টাকা দর পেলেন।
  • ২০২০ সালে মেয়েদের অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ ভারতে হবে বলে জানাল ফিফা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 08:27:10
Privacy-Data & cookie usage: