কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন ২০২০

1187
0

আন্তর্জাতিক

  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হল ৩৯৫৭১৫ জনের৷ আক্রান্ত হয়েছেন ১৭৭৯২১০ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৩৭৮২৭ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১১০৭৪২ জনের৷ ব্রিটেন, ব্রাজিল ও স্পেনে মৃত্যু হল যথাক্রমে ৪০২৬১, ৩৪২১২ ও ২৭১৩৪ জনের৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ৮ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও৷ তাঁর স্মরণে ঠিক ওই সময় ধরেই বিক্ষোভ দেখান হচ্ছে নানা স্থানে৷ এরই মধ্যে নিউ ইয়র্কের বাফেলোতে এক প্রতিবাদী শ্বেতাঙ্গ বৃদ্ধের বিরুদ্ধেও পুলিশের অমানবিক আচরনের ঘটনা সামনে এল৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ৯৮৫১১ জন৷ এই সময়ে ২৭৩ জনের প্রাণহানি হয়েছে৷ দেশে সব মিলিয়ে ২২৬৭৭০ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৬৩৪৮ জনের৷ বর্তমানে সমগ্র বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় ভারতের স্থান সপ্তম৷
  • রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের নির্বাচনে এশিয়া প্যাসিফিক ব্লক থেকে শুধু ভারতই প্রতিনিধিত্ব করছে৷ ফলে অষ্টমবারের জন্য ভারতের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে৷
  • কোভিড ১৯ জনিত পরিস্থিতিতে আগামী এক বছর নতুন কোনও প্রকল্প ঘোষণা করা হবে না বলে জানালো কেন্দ্রীয় সরকার৷

 

বিবিধ

  • একদিনে দুটি চুক্তি করল মুকেশ অম্বানীর জিও প্ল্যাটফর্ম৷ আবুধাবির সরকারি সংস্থা মুবাদলা ৯০৯৩.৬০ কোটি টাকার বিনিময়ে জিও প্ল্যাটফর্মের ১.৮৫ শতাংশ অংশীদারি এবং মার্কিন সংস্থা সিলভার লেক ৪৫৪৬.৮ কোটি টাকার বিনিময়ে ০.৯৩ শতাংশ অংশীদারি কিনে নিল৷ ৬ সপ্তাহের ৭টি চুক্তির মাধ্যমে ৯২২০২ কোটি টাকা আয় করল জিও প্ল্যাটফর্ম৷

 

খেলা

  • লকডাউন পর্বে ইনস্ট্রাগ্রাম থেকে সবথেকে বেশি উপার্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ১২ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত তাঁর আয় হয়েএছ ১.৮ মিলিয়ন পাউন্ড৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে নেইমার এবং লিওনেল মেসি৷ বিরাট কোহলি রয়েছেন ষষ্ঠস্থানে৷ এদিকে ফোর্বস প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞদের ভবিষ্যবাণী, প্রথম ফুটবলার হিসাবে ১০০ কোটি ডলার আয় করতে চলেছেন রোনাল্ডোই৷ এর আগে মাইকেল জর্ডন, টাইগার উডস, ফ্লয়েড মেওয়েদার এবং মাইকেল শ্যুমাখার ১০০ কোটি ডলার আয় করেছেন৷
  • গ্র্যান্ডস্ল্যাম খেলার সেঞ্চুরি করতে চান বলে জানালেন লিয়েন্ডার পেজ৷ ৪৬ বছর বয়সী পেজ ৯৭টি গ্র্যান্ডস্ল্যাম খেলে ফেলেছেন৷ খেলেছেন ৭টি অলিম্পিকেও৷