কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুন ২০১৮

schedule
2018-06-06 | 13:38h
update
2018-06-06 | 13:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জাতীয়

  • সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে তফশিলি জাতি, তফশিলি উপজাতিরদের জন্য সংরক্ষণ চালু রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জেরা করল ইডি। এয়ারসেল-ম্যাক্সিস আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল।
  • শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শশী থারুরকে আদালতে উপস্থিত হবার জন্য নির্দেশ দিল দিল্লির একটি আদালত। ২০১৪ সালে মৃত্যু হয় সুনন্দার। দিল্লি পুলিশ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে শশীর বিরুদ্ধে।

আন্তর্জাতিক

  • গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির লাভা বর্ষণ আরও প্রবল ও ভয়ঙ্কর হয়ে উঠল। গত ১০০ বছরে এই আগ্নেয়গিরি কখনও এত ভয়ঙ্করভাবে লাভাবর্ষণ করেনি। বন্ধ করে দেওয়া হল দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি। সেনাবাহিনী লাভা চাপা এলাকা থেকে ৬৯টি মৃতদেহ উদ্ধার করেছে। দগ্ধ দেহগুলির ৫২টি শনাক্ত পর্যন্ত করা যায়নি। ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে হাজার-হাজার মানুষকে।
  • ভারতের উপহার দেওয়া দুটি ধ্রুব হেলিকপ্টার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল মালদ্বীপ। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জন্যই এই আচরণ বলে সন্দেহ করা হচ্ছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনে কি আবারও একজন ধনকুবের শিল্পপতি অংশ নেবেন? ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে নাম লেখাবেন হাওয়ার্ড শুলজ? এদিন শুলজ স্টারবাকসের চেয়ারম্যান পদ ত্যাগ করায় সেই জল্পনা দৃঢ় হল। মার্কিন কফি চেন স্টারবাকসের প্রতিষ্ঠাতা তিনি। ৭৭ দেশে তাদের বিপণীর সংখ্যা প্রায় ২৮০০০। ২৬ জুন থেকে তিনি সংস্থার কেবল চেয়ারম্যান এমিরেটাস পদে থাকবেন।
Advertisement

খেলা

  • দেরাদুনে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ী হল আফগানিস্তান। ২-০ ব্যবধানে এগিয়ে তারা সিরিজ চ্যম্পিয়ন হল।
  • ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ৩২-এর বদলে ৪৮টি দেশ নিয়ে করার পরিকল্পনা জানালেন ফিফা সভাপতি ইনফানতিনো।
  • ফরাসি ওপেনে পুরুষদের কোয়ার্টার ফা€ইনাল সিঙ্গলসে ৪ সেটের ম্যাচে পরাস্ত হলেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ইতালির মার্কো চেকিনাতো তাঁকে হারালেন। মার্কোর বিশ্ব র‍্যাঙ্কিং ৭২। গত ১৯ বছরে এই প্রথম এত পিছনের ক্রমের কোনো খেলোয়াড় ফরাসি ওপেনের সেমিফা€ইনালে উঠলেন।

বিবিধ

  • রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার তামার বাণিজ্যিক খননও করবে। এতদিন তারা কেবল নিজেদের জন্যই তামা উৎপাদন করত। সংস্থার সিএমডি সন্তোষ শর্মা একথা জানালেন। ২০১৭-১৮ সালে সংস্থাটি ৭৯.৯৪ কোটি টাকা মুনাফা করেছে বলেও জানানো হল।
  • মোঘলসরাই রেল স্টেশনের নাম বদলে হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 03:32:20
Privacy-Data & cookie usage: