কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে , ২০১৯

schedule
2019-05-08 | 12:44h
update
2019-05-08 | 12:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক

  • পুনরায় উত্তপ্ত হয়ে উঠল গাজা ভূখণ্ডের পরিস্থিতি। ইজরায়েলের বিমান হামলায় গাজায় ১২ জনের মৃত্যু হল। অন্যদিকে হামাম গোষ্ঠীর রকেট হামলায় ১ জনের মৃত্যু হল ইজরায়েলে। প্রসঙ্গত, ইজরায়েলে সাধারণ নির্বাচনের জন্য সংঘর্ষবিরতির চুক্তি হয় দুপক্ষে। তাতে মাসখানেক শান্তি বজায় ছিল গাজায়।
  • স্টেটব্যাঙ্ক অব পাকিস্তান এবং ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের দুই শীর্ষ কর্তাকে সরিয়ে দিয়েছিল পাকিস্তান সরকার। পাক সরকার এই দুই পদে যথাক্রমে আইএমএর প্রাক্তন আধিকারিক রেজা বকির এবং অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব আহমেদ মুজতবা মেমনকে নিয়োগ করল।
  • ইস্টার বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতিতে শ্রীলঙ্কা থেকে ছশোর বেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রী বাজিরা অবেবর্ধনে।
Advertisement

জাতীয়

  • ওড়িশায় ‘ফণী’ ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হল ২৯। সবথকে ক্ষতিগ্রস্ত হল পুরী ও খুরদা জেলা। প্রসঙ্গত, ইসরো এই অতি তীব্র ঘূর্ণি ঝড়ের গতিপ্রকৃতি জানতে পাঁচটি কৃত্রিম উপগ্রহের থেকে পাওয়া ছবি লাগাতার বিশ্লেষণ করেছিল। সেগুলি হল ইনস্যাট ৩ডি, ইনস্যাট ৩ ডি আর, স্ক্যাট স্যাট-১, ওয়ান স্যাট ১, ওশেন স্যাট২।

বিবিধ

  • হিউস্টন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ভবনের নামকরণ করা হল ভারতীয় মার্কিন দম্পতি দুর্গা ও সুশীল আগরওয়ালের নামে। হিউস্টন থেকেই স্নাতকোত্তর এবং পিএইচডি করা দুর্গা আগরওয়াল নতুন ভবনটি নির্মাণে বিপুল অর্থ দান করেছিলেন।
  • রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাদের ৪৪তম সমাবর্তনে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী সোনাল মান সিং এবং তবলাবাদক স্বপন চেধৈুরীকে সাম্মানক ডিলিট দেওয়ার সিদ্ধান্ত জানাল।

 খেলা

  • পোল্যান্ডের ওয়ারশ-এ অনুষ্ঠিত ফেলিক্স স্টাম ইন্টারন্যাশনাল বক্সিংয়ে সোনা জিতলেন ভারতের গৌরব সোলাঙ্কি এবং মণীশ কৌশিক। ভারত ২টি সোনা, ১টি রুপো, ৩টি ব্রোঞ্জ জিতেছে এই প্রতিযোগিতা থেকে।
  • কুয়ালালামপুরে এশীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে সৌরভ ঘোষাল ও জ্যোতস্না চিনাপ্পা। চিনাপ্পা পর-পর দুবার এই খেতাব জিতলেন।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করলেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ (১৩৫ বলে ১৩৯ রান) এবং জন ক্যাম্পবেল (১৫২ বলে ১৭০ রান)। ডারবানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁরা ৩৬৫ রান করলেন। তাঁরা ভাঙলেন পাকিস্তানের ইমাম উল হক এবং ফকর জামানের ৩০৪ রানের বিশ্বরেকর্ড।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.05.2024 - 03:42:34
Privacy-Data & cookie usage: