কারেন্ট অ্যাফেয়ার্স ৬ এপ্রিল, ২০১৯

618
0
daily current affairs

আন্তর্জাতিক

  • নজিরবিহীন বন্যার কবলে পড়ল ইরান। বানভাসি হয়েছে অন্তত ১৯০০ শহর ও গ্রাম। মৃত্যু হল ৭০ জনের। সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকার সুসানগার্দ
  • বিদেশি নাগরিকদের মার্কিন মুলুকে অস্থায়ীভাবে থেকে কাজ করার জন্য দেওয়া হয় এইচ১বি ভিসা।২০২০ অর্থবর্ষে ওই ভিসার আবেদন গ্রহণের ৫ দিনের মধ্যেই সারা বছরের কোটা সম্পূর্ণ হয়ে গেছে বলে জানাল মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর।৬৫০০০ ভিসা দেওয়া হয় এই ক্ষেত্রটিতে।২০১৮ সালে এ জন্য ১ লক্ষ ৯৯ হাজার আবেদন জমা পড়েছিল
  • সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় নিরীহ ২ নাগরিকের মৃত্যুর কথা স্বীকার করল মার্কিন যুক্তরাষ্ট্র।তাদের দাবি, গত ২ বছর আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে ১১০টি বিমান হানায় ৮০০ জনের মৃত্যু হলেও কোনো অসামরিক ব্যক্তি আক্রান্ত হননি।

জাতীয়

  • কেরলের প্রথম জনজাতি তরুণী হিসাবে ইউপিএসসির সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হনে শ্রীধন্যা সুরেশ (২৬)। তিনি ওয়েনাড জেলার পুঝতানার বাসিন্দা।
  • দলিত হওয়ার কারণে লাঞ্ছিত হতে হল খোদ আইআইটি-র শিক্ষক সুব্রক্ষণম সাদেরলাকে। কানপুর আইআইটি–এর প্রাক্তন ছাত্র সুব্রক্ষণকে ওই প্রতিষ্ঠানেই তাঁর ও প্রবীণ সহকর্মী অপমানিত করেছে বলে অভিযোগ। তাঁকে জাতপাত নিয়ে অপমানের অভিযোগ নিয়ে একাধিক তদন্তে বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু অভিযুক্তদের শা্স্তি হয়নি।

বিবিধ

  • ২০৩০-৩১ সালে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি তখন ভারতীয় অর্থনীতির মান হবে ১০ লক্ষ কোটি ডলার।
  • নির্বাচনে জয়ী হলে ধনী গরিব নির্বিশেষে রাজ্যের প্রতি পরিবারকে বছরে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু।

খেলা

  • ২০২০ টোকিয়ো অলিম্পিকেরে যোগ্যতা অর্জন পর্বের খেলায় ভারতের মহিলা ফুটবল দল ৩-১ গোলে হারাল নেপালকে।ভারতীয় দলের ক্যাপ্টেন আশালতা দেবী. অন্য ম্যাচে মায়ানমার ৬-০ গোলে হারাল ইন্দোনেশিয়াকে।
  • সুপার কাপের কোয়ার্টার ফাইনালে জামসেদপুর এফসিকে ৪-৩ গোলে হারাল গোয়া এফসি।
  • আজারবাইজানে পামকির দাবা প্রতিযোগিতায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিশ্বনাথন আনন্দ।পঞ্চম রাউন্ডের পর শীর্ষস্থানে রয়েছেন ম্যাগনাস কার্লসেন।