কারেন্ট অ্যাফেয়ার্স ৬ জুলাই ২০২০

1047
0

আন্তর্জাতিক

  • ভিন্ন দেশের নাগরিকদের সংখ্যা কমানোর উদ্যোগী হল কুয়েত৷ এক্ষেত্রে সংরক্ষণ বিলের খসড়া পেশ হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে৷ প্রসঙ্গত, কুয়েতের বাসিন্দাদের সংখ্যা ১৩ লক্ষ৷ আর সেখানে অন্য দেশের নাগরিকদের সংখ্যা ৩০ লক্ষ৷ তাঁদের মধ্যে ভারতীয় ৮ লক্ষ৷ কুয়েতে অন্তত ২৮ হাজার ভারতীয় সরকারি চাকরি করেন৷ প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ আল সাবা প্রবাসীদের সংখ্যা ৭০ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনার কথা বলেছেন৷ তাঁর দাবি, সেখানে কর্মরত ভিনদেশিদের মধ্যে প্রায় ১০ লক্ষ জন নিরক্ষর৷ করোনা জনিত পরিস্থিতিতে তাঁদের ওপর কোপ পড়ার আশঙ্কা করা হচ্ছে৷
  • বিশ্বে কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা এখন ১১৬৬৮৫৮১৷ প্রাণহানি হয়েছে ৫৩৮৭৮৭ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৯৮৫৮৯৭, ১৬০৪৫৮৫ ও ৬৮৭৮৬২ জন৷ এই তিন দেশে প্রাণহানির সংখ্যা যথাক্রমে ১৩২৬১০, ৬৪৯০০ ও ১০২৯৬ জন৷ এরই মধ্যে চিনে অন্তত ২ জন বিউবনিক প্রেগে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেল৷ দুজনেই ইঁদুরের মাংস খাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷ এদিকে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মির্জাও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন৷

 

জাতীয়

  • পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে চিনা সেনা পিছু হটেছে বলে জানা গেল৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর ভিডিও বৈঠকের পর চিনা সেনা পিছতে শুরু করে৷ তবে সীমান্ত বিবাদের এত দ্রুত নিষ্পত্তির আশা করছে না অভিজ্ঞ মহল, এটাকে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে৷ আপাতত দুপক্ষই সংযত রয়েছে৷ এদিন তিব্বতি ধর্মগুরু দলাই লামার ৮৫ তম জন্মদিবসে তাৎপর্যপূর্ণভাবে কোন শুভেচ্ছাবার্তা পাঠায়নি ভারত৷
  • মহারাষ্ট্র তামিলনাড়ুর পর দেশের তৃতীয় রাজ্য হিসাবে দিল্লিতে মোট সংক্রমণের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করল৷ দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৯৭৪১৩ জন৷ জীবনহানি হয়েছে ১৯৬৯৩ জনের৷

 

 

বিবিধ

  • বাংলাদেশে আধুনিক গানের শিল্পী অ্যান্ড্রু কিশোর প্রয়াত হলেন৷ তাঁর ব্ল্যাড ক্যান্সার হয়েছিল৷ বাংলাদেশে তিনি প্লেব্যাক (নেপথ্য সঙ্গীত) সম্রাট নামে পরিচিত ছিলেন৷ এপার বাংলাতেও বহু গান গেয়েছেন তিনি৷ ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ তাঁরই কন্ঠে গাওয়া৷
  • ভারতের প্রথম সংস্থা হিসাবে ১২.১৪ লক্ষ কোটি টাকার মূলধন অর্জন করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ৷

 

 

খেলা

  • ১৮ মাস বাদে নতুন ক্রমতালিকা প্রকাশ করল আন্তর্জাতিক অ্যামেচার বক্সিং সংস্থা৷ সেখানে পুরুষদের ৫২ কেজি বিভাগে শীর্যস্থান পেলেন ভারতের অমিত পাঙ্ঘাল৷ এশিয়ান গেমসে সোনা, বিশ্ব বক্সিংয়ে রুপো জিতেছিলেন হরিয়ানার এই বক্সার৷
  • বন্দেভারত প্রকল্পে গত ৪ মাস ধরে বিদেশ থেকে যে বৈমানিকরা ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করে চলেছে তাঁদের একজন হলেন এয়ার ইন্ডিয়ার কমান্ডার পুষ্পাঞ্জলি পোস্তাংবাম৷ সংবাদে প্রকাশ, তিনি জাতীয় ফুটবলার গৌরমাঙ্গি সিংয়ের স্ত্রী৷ তাঁরা দুজনেই মণিপুরের বাসিন্দা৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল