আন্তর্জাতিক
- ‘স্টেট ব্যাঙ্ক অব দ্য ইউনিয়ন’ বক্তব্য পেশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত ছিল ক্যানসার জয়ী ১০ বছরের একটি মেয়ে গ্রেস এলিন। রাষ্ট্রপতির সঙ্গে একই নাম হওয়ায় যাকে বন্ধুরা খেপায় সেই জশুয়া ট্রাম্পও উপস্থিত ছিল। চলতি মাসে ভিয়েতনামে উত্তর কোরিয়ার শাসক কিম জং –উন-এর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি।
- আফগানিস্তানের উত্তর-পূর্বে ভালোকানে রেডিয়ো স্টেশনে ঢুকে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা।
জাতীয়
- আধা সামরিক বাহিনীতে ৭৬৫০০ পদে কর্মী নেওয়ার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর মধ্যে কনস্টেবল পদে ৫০০ জনকে নেওয়া হবে।
- মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে জি স্যাট ৩১ উপগ্রহ সফলভাবে প্রতিস্থাপিত করল ভারত। মহাকাশযান অ্যারিনা ৪ সেই উপগ্রহটি বহন করে নিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থায় এটি ভারতের ৪০তম কৃত্রিম উপগ্রহ। সৌদি আরবের উপগ্রহ হেলাম ৪ কেও এদিন একই সঙ্গে মহাকাশে প্রতিস্থাপিত করা হয়েছে।
বিবিধ
- কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল প্রত্যক্ষ ও পরোক্ষ করের ক্ষেত্রে ওম্বুডম্যান ব্যবস্থা তুলে দেওয়া হবে। ২০০৩ সালে করদাতাদের অভিযোগ জানানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন বছরে ১০টি অভিযোগও জমা পড়ে না। আয়করদাতারা অভিযোগ জানানোর জন্য আয়কর সেবা কেন্দ্র, গ্রিভান্স রিড্রেস সিস্টেমের ব্যবস্থা নিচ্ছেন।
- কেরলের নাথানামকোডে মৃত্যু হল এশিয়ার সবচেয়ে বয়স্ক পোষ মানানো হাতি দাক্ষায়ণীর (৮৮) । গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছিল। ২০১৬ সালে তাকে ‘গজ মুথাসি’ সম্মান জানানো হয়েছিল।
খেলা
- আই লিগে রিয়াল ১-০ গোলে হারাল গোকুলম এফসিকে। এর ফলে টানা ১২টি ম্যাচ অপরাজিত থেকে লিগ টেবিলে পয়েন্টের বিচারে শীর্ষস্থানে পোঁছে গেল কাশ্মীর। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩০।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় বাস্কেটবল প্রতিযোগিতার অবসরে পালিত হল ভারত দিবস।
- ওয়েলিংটনে টি২০ আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ড ৮০ রানে হারাল ভারতকে। ৪৩ বলে ৮০ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন টিম সেইফার্ট।
- মেয়েদের টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ভারত ২৩ রানে পরাস্ত হল নিউজিল্যান্ডের কাছে।