আন্তর্জাতিক
- মহাকাশে প্রথম ‘সেলফি’ তুলল মহাকাশ যান ‘বেরোশিট’। ইজরায়েলের পাঠানো প্রথম চন্দ্রযান এটি। এই ছবিতে ৩৭,৬০০ কিমি দূরের পৃথিবীতে স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিতে লেখা, ‘স্মল কান্ট্রি, বিগ ড্রিমস’।
- অস্ট্রেলিয়ার কিংসফোর্ডে নৃশংসভাবে খুন করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক প্রীতি রেড্ডিকে (৩২)। এদিন তাঁর নিজের গাড়ির স্যুটকেসেই উদ্ধার হল ওই দন্ত চিকিৎসকের দেহ।
- প্রয়াত হলেন জেরি মেরিম্যান (৮৬)। তিনি ইলেতক্ট্রনিক ক্যালকুলেটর-এর অন্যতম আবিষ্কারক। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা টেক্সাস ইনস্টিটিউটে তিনি জ্যাক কিনবির সঙ্গে এই গণক যন্ত্র আবিষ্কার করেছিলেন।
- পাক নাগরিকদের জন্য ভিসার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ১ বছর করল মার্কিন যুক্তরাষ্ট্র। বাড়ানো হল ভিসা ফি-ও।
জাতীয়
- প্রতিরক্ষা মন্ত্রক থেকে রাফাল যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত গোপনীয় নথি চুরি হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র সরকার। প্রসঙ্গত, ‘দ্য হিন্দু’ পত্রিকায় এই চুক্তি সংক্রান্ত গোপন তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে।
- অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারী নিয়োগ বিষয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।
- রাজ্যের পড়ুয়াদের অগ্রাধিকার দিয়ে ৯০ এবং ১০ অনুপাতে ছাত্রছাত্রীদের ভর্তির সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৬টি বিভাগের মধ্যে ১৩টি বিভাগ এই সূত্র অনুসরণ করবে।
বিবিধ
- এবার দেশে ২০ টাকার মুদ্রা চালু করা হবে বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ১২টি কোণ থাকবে নতুন মুদ্রাগুলিতে।
- রাজ্যর কর্মপ্রার্থীদের জন্য ‘যুবশ্রী অর্পণ’ প্রকল্পের সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বনির্ভর হওয়ার জন্য তাঁদের মাথাপিছু ১ লক্ষ টাকা দেওয়া হবে। ৫০,০০০ জনকে এই অর্থ সাহায্য দেওয়া হবে।
- পশ্চিমবঙ্গে হাওড়ার আরু পাড়ায় রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খেলা
- চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। এদিন ঘরের মাঠে আয়াখসয়ের কাছে তারা ১-৪ গোলে হেরে গেল। দুই পর্ব মিলিয়ে খেলার ফল ৩-৫। গত ৩ বারের চ্যাম্পিয়ন দল রিয়াল। ২০০৯-১০ মরসুমের পর এই প্রথম এই প্রতিযোগিতায় কোয়ার্টর ফাইনালে খেলছে না তারা।
- অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু।
- নাগপুরে ৫ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বে জয়লাভ ছিল একদিনের ক্রিকেটে ভারতের ৫০০তম জয়। ১৯৭৫ সালে ভারত প্রথম জয় পায়। ১৯৯৩ সালে শততম, ২০০০ সালে দ্বিশততম, ২০০৭ সালে ত্রিশততম, ২০১২ সালে চারশোতম জয় এসেছিল যথাক্রমে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং এম এস ধোনির নেতৃত্বে।