কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে , ২০১৯

502
0
Current Affairs 6 May 2019

আন্তর্জাতিক

  • মিশরের মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে সম্মত হল ইজরায়েল ও প্যালেস্তাইন। গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে গাজা ভূখণ্ডে। ২০১৪ সালের পর এত উত্তপ্ত সংঘর্ষ হয়নি পশ্চিম এশিয়ায়।
  • পুত্র সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতবৌ ডাচেস অব সাসেক্স মেগান। সন্তানের পিতা রাজকুমার হ্যারি। শিশুটি ব্রিটেনের সিংহাসনের সপ্তম দাবিদার। ব্রিটিশ রাজপরিবারে এই প্রথম কোনো শিশুর মা কৃষ্ণাঙ্গ মার্কিন, বাবা ব্রিটিশ।

জাতীয়

  • দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে তাঁকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সুপ্রিম কোর্টের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তদন্ত কমিটিতে ছিলেন বিচারপতি শরদ অরবিন্দ বোরদে, বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। অভিযোগকারিণী অবশ্য তদন্ত প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন গত ৩০ এপ্রিল।
  • লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৭ রাজ্যের ৫১টি আসনে গড়ে ৬৩.৫ শতাংশ ভোট পড়ল।
  • ভারতে স্করপিয়ন গোত্রের নতুন সাবমেরিন ‘ভেলা’ এদিন জলে ভাসল। মাজাগাঁও ডক শিপবিল্ডার্সের তৈরি সাবমেরিন এটি।

বিবিধ

  • রাষ্ট্রসঙ্ঘের ‘ইন্টারগভর্নমেন্টাল  সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস’-এর রিপোর্ট প্রকাশিত হল। ৫০টি দেশের ১৪৫ জন বিশেষজ্ঞ মিলে এটি তৈরি করেছেন। রিপোর্টে বলা হল, পৃথিবীর ৮০ লক্ষ প্রজাতির মধ্যে ১০ লক্ষ প্রজাতি নিশ্চিহ্ন হওয়ার মুখে। সামুদ্রিক খাদ্য উৎসের  এক তৃতীয়াংশ শেষ হয়ে গেছে। বছরে ৩০ থেকে ৪০ কোটি টন বর্জ্য সমুদ্রে পড়ে তৈরি করেছে প্রায় ৪০০টি মৃত্যুকূপ যার সম্মিলিত আয়তন ব্রিটেনের থেকেও বড়। এ সবের জন্য দায়ী দূষণ, নির্বিচারে গাছ কাটা। রিপোর্টের সহ লেখক সান্ড্রা ডিয়াজের কথায়, ‘বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে দ্রুত।’

খেলা

  • বিশ্ব টেনিসে পুরুষদের শীর্ষ তিনটি স্থান পেলেন যথাক্রমে নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেডেরার। ২৫০ সপ্তাহ শীর্ষ স্থানে থাকার নজির গড়লেন নোভাক। মহিলাদের শীর্ষ ৩টি স্থানে রয়েছেন নেয়োমি ওসাকা, পেত্রা কিটোভা ও সিমোনা হালেপ।
  • নাপোলি ক্লাবের হয়ে দিয়েগো মারাদোনার ৮১টি গোলের রেকর্ড ভেঙে দিলেন ড্রায়েস মার্টেনস। এদিন নেপলসে কালিয়ারির বিরুদ্ধে মার্টেনস একটি গোল করেন। এটি নাপোলির হয়ে তাঁর ৮২তম গোল।