কারেন্ট অ্যাফেয়ার্স ৭ আগস্ট ২০১৮

557
0

জাতীয়

  • প্রয়াত হলেন মুথুভেল করুণানিধি (৯৪)। ডিএমকের সভাপতি হিসাবে এবছরই ছিল তাঁর ৫০তম বছর। গত ২৬ জুলাই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্রাবিড় রাজনীতির পুরোধা ছিলেন ‘কলাইনাড়’ নামে পরিচিত এই জননেতা। ১৯৫৭ সালে প্রথমবার বিধায়ক হন করুণানিধি। ১৯৬৯ সালে আন্নাদুরাইয়ার মৃত্যুর পর তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ২০১১ সাল পর্যন্ত তিনি ৫ বারে মোট ২০ বছর মুখ্যমন্ত্রী হয়েছেন। বিশিষ্ট চিত্রনাট্যকার, গীতিকার, লেখক ছিলেন তিনি।
  • বুদ্ধগয়া বিস্ফোরণ মামলায় জে এম বি জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানকে বেঙ্গালুরু শহরতলি থেকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা। খাগড়াগড় বিস্ফোরণেও সে-ই মূল চক্রী। গত ৪ দিনে ৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হল।
  • কাশ্মীরের শুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে ১ জন মেজর সহ ৪ জন ভারতীয় সেনার মৃত্যু হল। মৃত্যু হল ২ জঙ্গিরও।

আন্তর্জাতিক

  • ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানির সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই প্রক্রিয়ায় জল ঢেলে এদিন আচমকাই ইরানের ওপর একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপাল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাকি বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করলেন, ‘ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে বাকি বিশ্বকে ভুলে যান।’
  • কানাডার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত জানাল। গত ৫ আগস্ট কানাডা সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সেদিন বলা হয়েছিল সৌদি দূতকে কানাডা ত্যাগ করতে। তার পালটা পদক্ষেপ নিল সৌদি। প্রসঙ্গত, নারী অধিকার রক্ষায় আন্দোলনকারীদের সৌদি প্রশাসন গ্রেপ্তার করছে, তার প্রতিবাদ জানিয়েছিল কানাডা।
  • মার্কিন যুক্তারাষ্ট্রের কানসাসে ২০১৭ সালে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে হত্যার দায়ে প্রাক্তন নৌসেনাকর্মী অ্যাডাম পিউরিটনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মার্কিন আদালত।

খেলা

  • ফুটবল থেকে অবসর নিলেন মিশরের ইসাম এল হাডারি। ৪৫ বছরের হাডারি ছিলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের সবথেকে বয়স্ক খেলোয়াড়। জাতীয় দলের হয়ে ১৯৯৬ সাল থেকে ১৫৯টি ম্যাচ খেলেছেন তিনি। গোলরক্ষক হিসাবে তুমুল জনপ্রিয়ও তিনি।
  • গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তলক মীরাবাই চানু আসন্ন এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিলেন। চোটের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হল।
  • দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দল বেঙ্গালুরুতে সিরিজের প্রথম বেসরকারি টেস্টে ইনিংস ও ৩০ রানে জয়ী হল।
  • অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের একদিনের ম্যাচে ভারত ৭৫ রানে শ্রীলঙ্কাকে পরাস্ত করল।

বিবিধ

  • নোট বাতিলের পর থেকে গত ৩০ জুন পর্যন্ত ১৩.৮৭ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানাল কেন্দ্র।
  • পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। পরিকাঠামো উন্নয়ন বিষয়ে কথা হয়েছে তাঁদের।
  • পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের সীমান্ত জামবনিতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৩টি পূর্ণবয়স্ক হাতির।