কারেন্ট অ্যাফেয়ার্স ৭ ফেব্রুয়ারি ২০২০

603
0

আন্তর্জাতিক

  • পাকিস্তানে জেল থেকে পালাল এক কট্টর সন্ত্রাসবাদী। পরে অডিও বার্তায় সেই জঙ্গিই জানাল তার পালানোর সংবাদ। তার দাবি, তাকে ৩ বছর বন্দি রাখা হবে বলে আশ্বাস দিয়েছিল পাক প্রসাসন। ওই চুক্তি ভঙ্গ হওয়ায় সে পালাতে বাধ্য হয়েছে বলে জানাল। জঙ্গির নাম এহসান উল্লাহ এহসান। ২০১২ সালে মালালা ইউসাফজাইকে লক্ষ্ করে সেইই গুলি চালিয়েছিল। ২০১৪ সালে পেশোয়ার আর্মি স্কুলে হানাদারদের মধ্যেও সে একজন। ওই ঘটনায় ১৩২ খুদে পড়ুয়া সহ ১৪৯ জন নিহত হয়। ২০১৭ সালে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিল এহসান।
  • চিনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩৬। আন্তর্জাতিক সংস্থা আইএইচএস মার্ক্‌ড একটি সমীক্ষায় জানাল, এই রোগ সংক্রমণ এবং বিশ্ব বাণিজ্যে তার বিরূপ পরিস্থিতির জন্য গোটা বিশ্বে ২০২০ সালে জিডিপি ০.৪ শতাংশ হ্রাস পাবে।

 

জাতীয়

  • গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির বক্তৃতায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি অসংসদীয় শব্দ থাকায় তা রেকর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানালেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় এর আগে ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের সময়ও তাঁর বক্তব্যের একটি শব্দ রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল।

 

বিবিধ

  • চিনের ৩টি ব্যাঙ্কের সঙ্গে মামলায় হেরে গেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানি। তাঁকে দেওয়া ঋণ ফেরত চেয়ে এই মামলা করা হয়েছিল ব্রিটেনের আদালতে। অনিল অম্বানিকে ৬ সপ্তাহের মধ্যে ১০ কোটি ডলার জমা দিতে বলা হল।
  • বিভিন্ন মেয়াদি আমানতে প্রদত্ত সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

খেলা

  • জাতীয় ভারোত্তন প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে মীরাবাই চানু ও ছেলেদের বিভাগে জেরেমি লালরিননুঙ্গা সেরা প্রতিযোগী নির্বাচিত হলেন।
  • জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে বাংলা সরাসরি পরাস্ত করল রাজস্থানকে। বাংলার হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেললেন (অপরাজিত ৬১ রান) শাহবাজ আহমেদ। তিনি হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
  • শতবর্ষের ইস্টবেঙ্গল ক্রমশই আই লিগে পয়েন্টের তালিকায় নিচে নেমে যাচ্ছে। এদিন আইজল এফসি-র কাছে ০-১ গোলে হেরে গেল তারা। ১১ দলের মধ্যে এখন তাদের স্থান অষ্টম।
  • চিন সফর বাতিল করল ভারতের মহিলা হকি দল। করোনা সংক্রমণের আতঙ্কে এই পদক্ষেপ।