জাতীয়
- উত্তরপ্রদেশ সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাসভবন নিয়ে ২০১৬ সালে যে আইন সংশোধন করেছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওই সংশোধনীতে বলা হয়েছিল, কোনো মুখ্যমন্ত্রী দায়িত্ব ছাড়ার পরেও সরকারি বাংলোয় থাকতে পারবেন।
- কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনায় এক পর্যটকের মৃত্যু হল। দক্ষিণ ভারতীয় ওই পর্যটকের নাম আর তিরুমণি। শ্রীনগর-গুলমার্গ সড়কে পর্যটক বোঝাই ৪টি বাসে পাথর ছোড়া হয়।
- কাঠুয়া মামলা জম্মু-কাশ্মীর থেকে পাঞ্জাবের পাঠানকোটে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আন্তর্জাতিক
- চতুর্থবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন (৬৫)। সম্প্রতি ৭৭ শতাংশ ভোট পেয়ে ওই পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে পুতিন এই পদে রয়েছেন।
- আফগানিস্তানে অপহৃত ভারতীয় প্রযুক্তিবিদদের সন্ধানে স্থানীয় উপজাতির মানুষদের সহায়তা নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানালেন প্রাদেশিক পুলিশের মুখমাত্র জাবিউন্নাহ সুজা।
- ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খারিজ না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করল ব্রিটেন। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে সামনের ১২ মে।
খেলা
- ভারতীয় ক্রিকেট দল আসন্ন অস্ট্রেলিয়া সফরে কোনো দিন-রাতের টেস্ট খেলবে না বলে এদিন জানাল বিসিসিআই।
- এআইএফএফ আয়োজিত ৪ দেশীয় আন্তঃমহাদেশীয় ফুটবল প্রতিযোগিতায় ভারত, কেনিয়া, নিউজিল্যান্ড এবং চিনা তাইপে খেলবে বলে এদিন জানানো হল। প্রতিযোগিতার আসর বসবে মুম্বইয়ে।
বিবিধ
- সামরিক বাহিনীতে মহিলাদের নিয়োগ নিয়ে সরকার এক নীতি প্রণয়ন করতে চায় বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
- ‘নিট’ পরীক্ষায় ত্রুটির প্রসঙ্গ উদ্ধৃত করে পুনরায় ওই প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।