কারেন্ট অ্যাফেয়ার্স ৮ আগস্ট ২০১৯

798
0

আন্তর্জাতিক

  • জার্মানির একটি আদালত ৯২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করল। অ্যাডলফ হিটলারের সেনা বাহিনীর সদস্য ছিলেন তিনি। নাৎসি ছউনিতে প্রহরার কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ৫২৩০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম শরিফকে গ্রেপ্তার করা হল। জেলবন্দি নওয়াজের সঙ্গে দেখা করে ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। বেআইনি আর্থিক লেনদেনের মামলায় এই পদক্ষেপ বলে জানাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিট ব্যুরো (ন্যাব)।

জাতীয়

  • প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন সম্মানে ভূষিত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হল ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখের স্মৃতির উদ্দেশে।
  •  ‘সি এম’স গ্রিন মণিপুর মিশন’-এর মুখ হিসাবে পঞ্চম শ্রেণির ছাত্রী ইলাংবাম ভ্যালেন্টিনার নাম ঘোষণা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারই লাগানো দুটি গুলমোহর গাছ কাটা পড়ায় তার হাউ হাউ করে কান্নার দৃশ্য রাজ্যবাসীর হৃদয় স্পর্শ করেছিল।
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিচ্ছিন্নতাবাদকে দূরে সরিযে নতুন কাশ্মীর গড়ে তোলার আহ্বান জানালেন তিনি। অন্যদিকে কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির প্রতিবাদে সমঝোতা এক্সপ্রেস বাতিল করে দিল পাকিস্তান। পাকিস্তানে ভারতীয় সিনেমার প্রদর্শনও বন্ধ করে দিল তারা।

বিবিধ

  • বিশ্বের ৮২ কেটি মানুষ যেখানে অপুষ্টিতে ভোগেন সেখানে স্থূলতার শিকার ২০০ কোটি মানুষ। রাষ্ট্রসঙ্ঘের বিশেষ প্যানেল একটি রিপোর্টে এই তথ্য জানাল। এদিনই প্রকাশিত হল হাজার পাতার রিপোর্টটি। তাতে বলা হয়েছে এখনই সচেতন না হলে কয়েক দশকের মধ্যে খাদ্যাভাবে পড়বে মানুষ। মাংস খাওয়া কমিয়ে নিরামিষ খাবারে জোর দিতে পরামর্শ দেওয়া হয়েছে। খাদ্য সম্পদ নষ্টের বিরুদ্ধে প্রচার চালাতেও বলা হয়েছে ওই রিপোর্টে।
  • এদিন শেয়ার সূচক সেনসেক্স বাড়ল ৬৩৭ অঙ্ক। গত ১১ সপ্তাহের মধ্যে একদিনের এই উত্থান সর্বোচ্চ।
  • গত ৩ বছরে বিদেশি উপগ্রহ মহাকাশে পাঠিয়ে ৬২৮৩.০৫ কোটি টাকা আয় হয়েছে বলে জানাল ইসরো।

খেলা

  • ভারতীয় তিরন্দাজি সংস্থাকে সাসপেন্ড করল বিশ্ব তিরন্দাজি সংস্থা। দেশে তিরন্দাজির প্রশাসনিক দিক দেখার ছটি শীর্ষ সংস্থা নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে একটি ইউনিটে মিলিত না হওয়ার শাস্তি হিসাবে অনির্দিষ্টকালের জন্য এই পদক্ষেপ নেওয়া হল।
  • দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলা অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ১২৪টি টেস্টে ২৮টি শতরান সহ ৯২৮২ রান এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৮১টি ম্যাচে ২৭টি শতরান সহ ৮১২৩ রান আছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে ওভাল টেস্টে ত্রিশতরান (৩১১) করেছিলেন তিনি।
  • ডুরান্ড কাপে মোহনবাগান ২-১ গোলে এটিকে–কে, গোকুলাম কেরালা ৪-০ গোলে চেন্নাইয়ান এফসিকে, এফসি গোয়া ১-০ গোলে আর্মি গ্রিনকে পরাস্ত করল।
  • বৃষ্টির জন্য গায়ানায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচটি পরিত্যক্ত হল।