কারেন্ট অ্যাফেয়ার্স ৮ এপ্রিল, ২০১৯

821
0
Current Affairs 4th March

আন্তর্জাতিক

  • আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ব্যাক্টিরিয়া পাওয়া গেছে বলে জানাল নাসা। মহাকাশে কীভাবে ওই ব্যাক্টিরিয়া গেল এবং তাদের চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে নাসার তরফে।
  • বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ খারিজের মামলায় হেরে গেলেন মালিয়া। লন্ডনের নিম্ন আদালতের এই নির্দেশ বাতিলের আবেদন খারিজ হল সেখানকার আদালতে। প্রসঙ্গত, ভারতে ৯০০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত মালিয়া।
  • মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান রানডল্ফ অ্যালেসকে তাঁর পদ থেকে সরিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

জাতীয়

  • আসন্ন লোকসভা নির্বাচনে প্রতি লোকসভা আসনের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রের যে-কোনো ৫টি বুথের ভোটার ভেরিয়েবেল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট)-এর গণনা করতে হবে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান এফ ১৬ বিমানই ব্যবহার করেছিল। রেডারের তোলা ছবি দেখিয়ে এদিন এই তথ্য পেশ করলেন ভারতীয় বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর।
  • অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের তৈরি ৬টি ‘ধনুষ কামান’ হাতে পেল ভারতীয় সেনা।

বিবিধ

  • জেট ওয়ারওয়েজের ৭৫ শতাংশ পর্যন্ত অংশীদারি কেনার জন্য আগ্রহপত্র জমার নোটিশ দিল এসবিআই ক্যাপিটালস মার্কেট। অন্তত তিন বছর বিমান পরিষেবা দেওয়া সংস্থা আগ্রহ পত্র জমা দিতে পারবে। আর্থিক সংস্থাও আগ্রহপত্র  দিতে পারবে।
  • ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার ৭.২ শতাংশ হতে পারে বলে জানালো হল বিশ্বব্যাঙ্কের রিপোর্টে।

খেলা

  • আন্তর্জাতিক প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন ভারতের কৃষ্ণ নাগর। ফাইনালে তিনি হারালেন ইংল্যান্ডের ক্রিস্টেন কোম্বসকে।
  • ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য ২৭০ জন আবেদন জানিয়েছেন। তাঁদের মধ্যে ১২২ জনের প্রো-লাইসেন্স রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই তথ্য জানাল।
  • গোষ্ঠপালের পরিবার ‘মোহনবাগান রত্ন’ ফিরিয়ে দিল ক্লাবকে। ২০০৪ সালে এই সম্মান জানানো হয়েছিল। মোহনবাগন ক্লাবে গোষ্ঠ পাল স্মারক সংগ্রহশালা গড়ার কথা ছিল। এ জন্য বিভিন্ন পুরস্কার, স্মারক ক্লাবে জমা দিলেও সংগ্রহশালা গড়া হয়নি। এমকী কিছু স্মারক খোয়া গিয়েছে বলে অভিযোগ।