কারেন্ট অ্যাফেয়ার্স ৮ এপ্রিল ২০২০

511
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৭,৭৩১৷ আক্রান্ত হয়েছেন ১৪,৯৭,৯৯৯ জন৷ ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্সে করোনা ভাইরাস সংক্রমণে যথাক্রমে ১৭,১২৭, ১৪,৫৫৫, ১২,৮৫৭ এবং ১০,৩২৮ জন প্রাণ হারিয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৮৫৮ জনের৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রমণ নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ ওই সংস্থায় মার্কিন অনুদান কমানোর হুমকি দিলেন তিনি৷ অন্যদিকে করোনার প্রথম ভরকেন্দ্র চিনের হুবেই প্রদেশের উহানে ৭৬ দিন পর লকডাউন প্রত্যাহৃত হল৷ ট্রেন, বাস, বিমান পরিবহণ চালু হল৷
  • আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করল বাংলাদেশের একটি আদালত৷ ২৩ বছর পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়েছিলেন মাজেদ৷ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান ঘটিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যায় অভিযুক্ত ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট৷ মাজেদ পলাতক থাকায় তা কার্যকর করা যায়নি৷ ওই অপরাধে মাজেদ দোষী সাব্যস্ত আগেই৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেল৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে ৫,২৭৪ জন এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন ও ১৪৯ জন প্রাণ হারিয়েছেন৷ মহারাষ্ট্রে ১,০১৮ জন আক্রান্ত হয়েছেন ও ৬৪ জন প্রাণ হারিয়েছেন কোভিড-১৯ সংক্রমণে৷ তামিল নাড়ুতে ৬৯০ জন ও দিল্লিতে ৫৭৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ এদিন পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বর্তমান পরিস্থিতিকে “সামাজিক জরুরি অবস্থা” বললেন তিনি৷ পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১৷ পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে ৩টি টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

বিবিধ

  • ২০১৯-২০ অর্থবর্ষে পণ্য পরিবহণ খাতে ভারতীয় রেলের আয় হয়েছে ১.২৩ লক্ষ কোটি টাকা৷ এই আয় বিগত অথর্থবর্ষের থেকে ২,১২৯ কোটি টাকা কম৷
  • ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ব্রহ্ম কাকিবোটলা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন৷

 

খেলা

  • করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজের ট্রফি বিক্রি করে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে ৪.৩ লক্ষ টাকা দান করলেন অর্জুন ভাটি৷ ১৫ বছরের অর্জুন ৩টি জুনিয়র গলফ বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জিতেছেন৷
  • বিশ্ব অ্যাথলেটিক্স মিট পিছিয়ে দেওয়া হল ১১ মাস৷ ২০২২ সালের জুলাই মাসে তা আয়োজিত হবে বলে জানালেন সংগঠকরা৷