কারেন্ট অ্যাফেয়ার্স ৮ জুন ২০২০

1023
0

আন্তর্জাতিক

  • নিজেদের করোনামুক্ত রাষ্ট্র বলে ঘোষণা করল ফিজি ও নিউজিল্যান্ড৷ কেবল সীমান্ত বন্ধ রাখা ছাড়া তারা এবার যাবতীয় বিধিনিষেধও প্রত্যাহার করে নিল৷ তবে লাতিন আমেরিকায় কোভিড-১৯ সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতহারে৷ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ৬,৯৪,১১৬ জন, প্রাণহানি হয়েছে ৩৭,৩১২ জনের৷ মেক্সিকোয় ১৩,৬৯৯ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১১২৭৩৮ জন প্রাণ হারিয়েছেন করোনায়৷ গোটা বিশ্বে সংক্রমিত হয়েছেন ৭১,৫০,৩৫৯ জন, মৃত্যু হয়েছে ৪,০৭,৫৮৪ জনের৷
  • বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনে নেমে লন্ডনের পার্লামেন্ট স্কোয়্যারে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তিতে বর্ণবৈষম্যের অভিযোগে ব্যানার টাঙালেন বিক্ষোভকারীরা৷ এমনকি সেখানে মহাত্মা গান্ধীর মূর্তির গায়েও কালো কালি দিয়ে ‘জাতিবিদ্বেষী’ কথাটি লেখা হল৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল ২,৫৬,৬১১৷ ৭,২০০ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৩ জন আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫,৯৭৫ জন, মৃত্যু হয়েছে ৩,০৬০ জনের৷ আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র ছাপিয়ে গেল চিনকে৷ দিল্লিতে সংক্রমিত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ৷ এদিকে সেখানকার হাসপাতালগুলির শয্যা কেবল দিল্লির নাগরিকদের জন্য সংরক্ষিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তা খারিজ করে দিলেন দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজল৷
  • উত্তরপ্রদেশের ৫টি জেলায় একসঙ্গে অন্তত ২৫টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করার অভিযোগে জনৈকা অনামিকা শুক্লার বিরুদ্ধে এফআইআর করল পুলিশ৷

 

বিবিধ

  • ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৫.২ শতাংশ সঙ্কুচিত হবে বলে পূর্বাভাস দিল বিশ্ব ব্যাঙ্ক৷ ভারতের ক্ষেত্রে জিডিপি ৩.২ শতাংশ হারে ২০২০-২১ অর্থবর্ষে সঙ্কুচিত হবে বলে তারা পূর্বাভাস দিল৷ প্রসঙ্গত, এই অর্থবর্ষে ভারতের ডিজিপি ৪.৫ ও ৫ শতাংশ হারে হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে যথাক্রমে মুডিজ, ফিচ এবং এমঅ্যান্ডপি৷
  • দেশে পরপর ৩ দিন বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম৷ ৩ দিনে মোট বৃদ্ধি যথাক্রমে ১.৬৮ টাকা ও ১.৬১ টাকা৷

 

 

খেলা

  • জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলেন ইংল্যান্ডের ক্রিকেটার জোফ্রা আর্চার৷
  • ২০২১ সালে টোকিও অলিম্পিক বাতিল হলে তার পরই অবসর নেবেন বলে জানালেন লিয়েন্ডার পেজ৷ একমাত্র ভারতীয় হিসাবে ১৯৯২ থেকে ২০১৬ পর্যন্ত প্রতিটি অলিম্পিকে অংশ নিয়েছেন পেজ৷