আন্তর্জাতিক
- নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে রাষ্ট্রসঙ্ঘের সর্বোচ্চ আদালতে বক্তব্য পেশ করতে রওনা দিলেন আং সাং সুকি। ১৯৯১ সালে শান্তি নোবেল পাওয়া নেত্রী এই আদালতে রোহিঙ্গা গণহত্যার পক্ষেই বক্তব্য রাখতে চলেছেন। মায়ানমার সরকারের বিরুদ্ধে মামলাটি করেছে ৫৭টি মুসলিম দেশের যুক্ত মঞ্চ। এই মামলায় তিনি মায়ানমার সেনার পক্ষেই বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
- কাশ্মীরে রাজনৈতিক বন্দিদের মুক্তি, যোগাযোগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রভৃতি বিষয়ে প্রস্তাব পেশ হল মার্কিন কংগ্রেসে।গত ২২ নভেম্বর কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এবং ৭ ডিসেম্বরও একই বিষয়ে প্রস্তাব আনা হয়েছে।দুটি বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে ভারতকে।
জাতীয়
- দিল্লিতে এক অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৪৩ জনের।দিল্লির ঝাঁসি রোডের আনাজ মান্ডি এলাকায় একটি জুতো তৈরির কারখানায় আগুন লাগার ফলে এই দুর্ঘটনা ঘটে।মূলত বিহার ও উত্তরপ্রদেশ থেকে আসা শ্রমিকরাই কাজ করতেন সেখানে।১৯৯৭ সালে দিল্লিতে উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডে ৫৭ জনের মৃত্যু হয়েছিল।
বিবিধ
- গত অক্টোবর মাসে ভারতীয় সংস্থাগুলির বৈদেশিক ঋণ হয়েছে ৩৪১ কোটি ডলার। অন্যদিকে ডিসেম্বর মাসে ভারতের বাজার থেকে ২৪৪.২ কোটি টাকার লগ্নি প্রত্যাহার করে নিল বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি।
খেলা
- আইসিসি চার্চিল ব্রাদার্স ৪-২ গোলে মোহনবাগানকে হারাল। জোড়া গোল করলেন চার্চিলের প্লাজা।
- লা লিগায় বার্সেলোনা ৫-২ গোলে জয়ী হল মায়োরকার বিরুদ্ধে। হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। লা লিগায় এটি তাঁর ৩৫তম হ্যাটট্রিক। তিনি ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৩৪টি হ্যাটট্রিকের রেকর্ড। ক্লাব ফুটবলে ৪৭তম হ্যাটট্রিক করে মেসিই এখন তালিকার শীর্ষে।
- তিরুবনন্তপুরমে টি২০ ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭০ রান করেছিল ভারত। সিরিজ হল ১-১। এদিন ম্যান অব দ্য ম্যাচ হলেন লেন্ডন সিমন্স (অপরাজিত ৫০ রান)।
- বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন হলেন অ্যান্টনি জোসুয়া।তিনি পর পর ২ বার এই খেতাব জিতলেন।