কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মার্চ ২০২০

605
0

আন্তর্জাতিক

  • দক্ষিণ-পূর্ব চিনের ফুজিয়ানে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য একটি কোয়ারেন্টাইন সেন্টার ভেঙে মৃত্যু হল ১০ জনের। করোনা সংক্রমণে চিনে এ পর্যন্ত ৩০৯৭ জনের প্রাণহানি হয়েছে। পরপর দুদিন ২৬ ও ২৭ জনের এই সংক্রমণে মৃত্যু হয়েছে সেখানে। এখানেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। গত সপ্তাহে প্রতিদিন এক শতাধিক জনের মৃত্যুর খবর এসেছিল। বিশ্বের ১,০২,২৪১ জন এই সংক্রমণে আক্রান্ত। বাংলাদেশ, মালদ্বীপ, কলম্বিয়া, কোস্টারিকা, প্যারাগুয়ে সহ ১০৩টি দেশে রোগ সংক্রমণের খবর পাওয়া গেছে।
  • পাকিস্তানে নারীদিবস পালন নিষিদ্ধ করার দাবি জানিয়ে ‘অ্যাসেম্বলি অব ইসলামিক ক্ল্যারিক্স’-এর প্রধান মউলনা ফাজরুল রহমান যে দুটি মামলা করেছিলেন তা খারিজ করে দিল ইসলামাবাদ ও লাহোর হাইকোর্ট। বহু মহিলাই এদিন প্ল্যাকার্ড সহ মিছিলে অংশ নিলেন।

জাতীয়

  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ ভরদ্বাজ (৮৩) প্রয়াত হলেন। তিনি সবথেকে বেশি সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন। প্রায় ১৪ বছর। কংগ্রেস নেতা হংসরাজ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্নাটকের রাজ্যপাল ছিলেন। ১৯৮২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ।
  • অর্থ তছরুপের মামলার তদন্তে অসহযোগিতার অভিযাগে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেপ্তার করল ইডি।
  • শের-ই কাশ্মীর হিসাবে শেখ আবদুল্লার পরিচিতি মুছে ফেলল জম্মু কাশ্মীর প্রশাসন। তাঁর জন্মদিনে ৫ জুলাইয়ের ছুটিও বাতিল হয়ে গেল।

বিবিধ

  • বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এদিন রাষ্ট্রপতি ভবনে দেশের ১৫ জন কৃতী মহিলার হাতে নারীশক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ। তাঁদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী, মুঙ্গের ‘মাশরুম মহিলা’ নামে পরিচিত বীণা দেবী। চণ্ডীগড়ের শতায়ু ক্রীড়াবিদ মন কাউর, কানপুরের রাজমিস্ত্রি কলাবতী দেবী, ঝাড়খণ্ডের পরিবেশ কর্মী ও লেডি টারজান নামে পরিচিত ছামি মুর্মু প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ৭ জন কৃতী মহিলার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খেলা

  • মহিলাদের টি২০ বিশ্বকাপ ক্রিকেটে রানার্স হল ভারত। এদিন মেলবোর্নে প্রতিযোগিতার ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। গ্রুপ লিগে এই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। ফাইনালের আগে পর্যন্ত অপরাজিত ছিলেন হরমনপ্রীত, শিখা, স্মৃতিরা। অস্ট্রেলিয়ার অ্যালিশা হিলি ৩১ বলে ৭৫ রান করেন। অস্ট্রেলিয়ার এটি পঞ্চমবার টি২০ মহিলা বিশ্বকাপ জয়।
  • আইএসএল-এর ফাইনাল হবে চেন্নাইয়ান এফসির সঙ্গে এটিকে-র। দুই পর্বের সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি-কে ৩-২ গোলে হারাল কলকাতার ফ্রাঞ্চাইজি দল এটিকে। ফাইনালে মুখোমুখি দুটি দলই এর আগে দুবার করে খেতাব জিতেছে।
  • আই লিগে গোকুলম এফসি ৪-১ গোলে হারাল চার্চিল ব্রাদার্সকে।
  • টি২০ সিরিজে আয়ারল্যান্ডকে হারাল আফগানিস্তান।