কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে , ২০১৯

819
0
daily current affairs

আন্তর্জাতিক

  • অবশেষে পাকিস্তান ছেড়ে কানাডায় নিরাপদ আশ্রয়ে গিয়ে পরিবারের সঙ্গে মিলিত হলেন আসিয়া বিবি। ২০১০ সালে ইসলামকে অসম্মান করার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। ২০১৮ সালে তাঁর শাস্তি মকুব করে পাক সুপ্রিম কোর্ট। কিন্তু কট্টরপন্থী সংগঠনগুলি আসিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষাভ শুরু করে। স্বেচ্ছাসেবী সংগঠন ও বিদেশি রাষ্ট্রনীতিকদের পাশে পেয়েছিলেন আসিয়া।
  • পাকিস্তানের লাহোরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুফি ধর্মস্থান দাতা দরবারে পুনরায় জঙ্গি হানার ঘটনা ঘটল। আত্মঘাতী হামলায় ৫ জন পুলিশ কম্যান্ডো সহ ১০ জনের মৃত্যু হল। ২০১০ সালেও আত্মঘাতী হামলা হয়েছিল সুফি ধর্মস্থানটিতে।
  • মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে গিয়ে দু টুকরো হয়ে গেল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ২৯ জন যাত্রী জখম হয়েছেন এই ঘটনায়।

জাতীয়

  • ভারতে আইন শিক্ষার অন্যতম পথিকৃৎ এন আর মাধব মেনন প্রয়াত হলেন। বেঙ্গালুরুতে জাতীয় আইন শিক্ষক প্রতিষ্ঠান এনএলএসআইইউ, কলকাতার এনইউজেএস এবং ভূপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
  • কলকাতা পুলিশের আধিকারিক রাজেশকুমার সিংয়ের কন্যা রিচা সিং আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছেন। কলকাতার নগরপাল ডঃ রাজেশকুমার এরপর ৬ ঘণ্টার জন্য রিচাকে ডেপুটি কমিশনারের চেয়ারে বসে কাজের সুযোগ দিলেন।

বিবিধ

  • ভারতীয় ধর্মগুরু আনন্দ গিরিকে গ্রেপ্তার করল অস্ট্রেলীয় পুলিশ। ২০১৬ এবং ২০১৮ সালে দুজন মহিলা ভক্ত সিডনিতে গিরির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন।
  • শেয়ার সূচক সেনসেক্স পড়ল ৪৮৭.৫০ পয়েন্ট। তিন দিনে ১১৭৪ পয়েন্ট পতন হল সেনসেক্সের।
  • বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ১৯৮৫-১৯৯৪ সাল পর্যন্ত ব্যবসায় ১১৭ কোটি ডলার ক্ষতি দেখিয়ে কর মকুবের সুযোগ নিয়েছিলেন। একটি মার্কিন দৈনিক এই দাবি করল।

খেলা

  • অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে পারথে ভারতীয় হকি দল ২-০ গোলে হারাল ডব্লু এ থান্ডারস্টিককে।
  • ৩ বছর পর ক্লে কোর্টে প্রত্যাবর্তন হল রজার ফেডেরারের। মাদ্রিদ ওপেনে এদিন তিনি ৬-২, ৬-৩ নেটে হারালেন রিচার্ড গ্যাসকোয়েটকে।
  • চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠল টটেনহ্যাম। দুই পর্বের সেমিফাইনালে অ্যাওয়ে গোলের বিচারে আয়াখসকে পরাস্ত করে তারা ফাইনালে উঠল।
  • মহিলাদের আই লিগে মণিপুর ১০-০ গোলে হারাল কটকের সাই ট্রেনিং সেন্টারকে। ৭টি গোল করলেন বালা দেবী।