কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে ২০২০

685
0

আন্তর্জাতিক

  • করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বে ২,৭৪,৬৮২ জনের মৃত্যু হয়েছে৷ ৩৯,৮৫,৩২০ জন আক্রান্ত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মৃতের সংখ্যা ৭৭ হাজার অতিক্রম করে গেল৷ ব্রিটেন, ইতালি, স্পেনে মৃত্যু হয়েছে যথাক্রমে ৩১,২৪১, ৩০,২০১ এবং ২৬,২৯৯ জনের৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় চিনের ভূমিকার প্রশংসা করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন৷
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ জয়ের ৭৫তম বর্ষপূর্তি পালন করল ব্রিটেন৷

 

জাতীয়

  • মহারাষ্ট্রে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ১৬৬ জন শ্রমিক৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার জলনায় একটি ইস্পাত কারখানায় তাঁরা কাজ করতেন৷ সেখান থেকে ১৫০ কিমি দূরে ভুসাবল স্টেশনে পৌঁছে শ্রমিক স্পেশ্যাল ট্রেন ধরে মধ্যপ্রদেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁদের৷ গভীর রাতে রেললাইনে মাথা দিয়ে ক্লান্তিতে তাঁরা ঘুমোচ্ছিলেন৷ ভোর বেলায় মালগাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁদের৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ৩,৩৯০ জন৷ মোট আক্রান্তের সংখ্যা ৫৬,৩৪২৷ মোট ১,৮৮৬ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৩০ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ ভারতীয় রেল ৫,২৩১টি কোচকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে বলে জানাল৷

 

বিবিধ

  • ১১,৩৬৭ কোটি টাকায় জিও প্ল্যাটফর্মের ২.৩২ শতাংশ শেয়ার কিনল মার্কিন সংস্থা ভিস্তা৷ ১৬ দিনে সংস্থার ১৩.৪৬ শতাংশ শেয়ার বিক্রি করে ৬০ হাজার কোটি টাকার বেশি আয় করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷
  • গ্যাস লিকের ঘটনায় এলজি পলিমার্স ইন্ডিয়াকে ৫০ কোটি টাকা অন্তর্বর্তী জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল৷
  • ২০২০-২১ অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার শূন্য হতে চলেছে বলে জানাল মূল্যায়ন সংস্থা মুডিজ৷

 

খেলা

  • করোনা পরিস্থিতিতে দর্শকশূন্য গ্যালারিতে খেলা হল দক্ষিণ কোরিয়ার কে লিগের ম্যাচ৷ ২০টি দেশে টেলিভিশনে সম্প্রচার করা হল যা জিয়নবুক মোটর ও সুওন ব্লুউয়ংসের ওই ম্যাচে ৮৪ মিনিটে গোল হওয়ার পর খেলোয়াড়রা কনুই ঠেকিয়ে উল্লাস প্রকাশ করলেন৷