কারেন্ট অ্যাফেয়ার্স ৯ আগস্ট ২০১৮

536
0

জাতীয়

  • রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। তিনি জে ডি (ইউ) প্রার্থী। ২৪৪ আসনের রাজ্যসভায় ১২৫-১০১ ভোটে তিনি হারালেন কংগ্রেসের বি কে হরিপ্রসাদকে।
  • জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন নিযুক্ত হলেন রেখা শর্মা। গত ১১ মাস তিনি ভারপ্রাপ্ত প্রধান হিসাবে ওই দায়িত্ব সামলাচ্ছেন।
  • কেরলে বন্যা, ভূমিধসে মৃত্যু হল ২৬ জনের। ২৩টি বাঁধ থেকে জল ছাড়ায় বিপত্তি বেড়েছে।

আন্তর্জাতিক

  • রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান হিসেবে মিশেল বাশোলকে মনোনীত করলেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তিয়ানো গুতেরেজ। মিশেল হলেন চিলির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ২০০৬-২০১০ এবং ২০১৪-২০১৮ মেয়াদে তিনি চিলির প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গুলি করে হত্যা করা হল গায়িকা, অভিনেত্রী রেশমাকে। তিনি পুশতু ভাষায় গান গাইতেন। তাঁর স্বামীই তাঁকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ। রেশমা ছিলেন তার চতুর্থ স্ত্রী। গত ১ বছরে খাইবার পাখতুনখোয়ায় অন্তত ১৫ জন গায়িকা অভিনেত্রীকে হত্যা করা হয়েছে।
  • গত ২৫ জুলাই ক্যামেরার সামনে ভোট দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছিলেন ইমরান খান। সে জন্য তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে বলে এদিন জানাল পাক নির্বাচন কমিশন।

খেলা

  • যুব অলিম্পিকে অংশগ্রহণের ডাক পেল ভারতের হকি দল। আগামী অক্টোবর মাসে বুয়েনস আয়ারসে এই প্রতিযোগিতা হবে। ভারতের জুনিয়র পুরুষ ও মহিলা হকি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে।
  • থাইল্যান্ডের গুহায় আটকে থাকা ১১ জন কিশোর ফুটবলার ও তাঁদের কোচকে নাগরিকত্ব দিল থাইল্যান্ড সরকার। এতদিন তাঁরা সেদেশের বৈধ নাগরিক ছিলেন না।
  • বৃষ্টিতে লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা পণ্ড হল।
  • ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার নতুন খসড়া সংবিধানকে অনুমোদন করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি রাজেন্দ্র মল লোধার নেতৃত্বাধীন প্যানেল এই খসড়া নির্মাণ করেছিল। ২০১৫ সালে কমিটি গড়া হয়েছিল।

বিবিধ

  • শেয়ারসূচক সেনসেক্স ৩৮ হাজার পয়েন্টের ঘরে প্রবেশ করল। মাত্র ১১ দিনে ১০০০ অঙ্ক বৃদ্ধি পেল ওই সূচক। এদিন বাজার বন্ধের সময় তা ছিল ৩৮০২৪.৩৭। ঠিক একবছর আগে তা ছিল ৩১৭৯৭.৮৪। অর্থাৎ গত ১ বছরে সাড়ে ৬ হাজার অঙ্ক বেড়েছে সেনসেক্স।
  • মিড ডে মিল, রেশন প্রভৃতি সামাজিক প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাইকারি মূল্যের তুলনায় প্রতি কেজিতে ১৫ টাকা কম দামে ডাল বিক্রি করবে বলে জানাল। এজন্য বছরে ৫২৩৭ কোটি টাকা খরচ হবে।
  • ট্রাইয়ের চেয়ারম্যান পদে আর কে শর্মার মেয়াদ বেড়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করল কেন্দ্র।