কারেন্ট অ্যাফেয়ার্স ৯ এপ্রিল ২০১৮

652
0
current-affairs-09042018-picture

জাতীয়

  • এ্রনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় নাম উঠল পাক কূটনীতিক আমির জুবেইর সিদ্দিকির। শ্রীলঙ্কায় তিনি যখন পাক হাইকমিশনার পদে কর্মরত ছিলেন তখন দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে ২৬/১১-র ধাঁচে হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। ২০১৪ সালে তামিলনাড়ু পুলিশ মহম্মদ শাকির হুসেন নামে এক শ্রীলঙ্কার নাগরিককে গ্রেপ্তারের পর এই ষড়যন্ত্রের হদিশ পায় বলে জানানো হল।
  • হিমাচল প্রদেশে নুরপুর-চাম্বা হাইওয়ে থেকে একটি স্কুলবাস গভীর খাদে পড়ে গেলে মৃত্যু হল ২৭ পডুয়ার সহ ৩০ জনের। ১৩ জন পড়ুয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি।
  • ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ককে ‘স্বর্ণযুগ’ বলে ব্যাখ্যা করলেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখেল। তিনি ৩ দিনের বাংলাদেশ সফরে গিয়ে এই মন্তব্য করলেন।
  • কাবেরী নদীর জলবণ্টনে কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠন না করার জন্য কেন্দ্রকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • সিরিয়ায় বিমান হানায় মৃত্যু হল ১৪ জনের। সিরিয়া সরকারের দাবি, এই বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। প্রসঙ্গত, জঙ্গি দমনে গত আড়াই বছর ধরে সিরিয়ায় মাটিতে বেশ কয়েকবার বিমানহানা চালিয়েছে ইজরায়েল।
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ভিক্টর ওরবান। এই নিয়ে তৃতীয়বার তিনি প্রধানমন্ত্রী হলেন। তিনি অভিবাসন বিরোধী।
  • ছাত্রবিক্ষোভে উত্তাল হয়ে উঠল ঢাকা। সরকারি চাকরিতে সংরক্ষণের হার কমানোর দাবিতে এই আন্দোলন। প্রসঙ্গত, বাংলাদেশে সরকারি চাকরির জন্য সংরক্ষণ ৫৬ শতাংশ। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের জন্য।

খেলা

  • গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে এদিন ৩টি সোনা জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন জিতু রাই। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপোর পদক পেলেন মেহুলি ঘোষ। শ্যুট অব পারফেক্ট ফাইনাল শটে ১০.৯ পয়েন্ট স্কোর করে গেমস রেকর্ড করলেন মেহুলি। অভিষেকেই পদক জিতলেন এই বঙ্গতনয়া। ছেলেদের টেবল টেনিস টিম ইভেন্টে সোনা জিতল ভারত। শরৎ কমল, জি সাথিয়ান, হরমিত দেশাই ছিলেন দলে। এই বিভাগে ভারত এই প্রথম সোনা জিতল। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টেও ভারত সোনা জিতল। দলে ছিলেন সাইনা নেহাওয়াল, সত্যকি সাইরাজ, অশ্বিনী পোনাপ্পা, কেদাম্বী শ্রীকান্ত, চিরাগ শেটি প্রমুখ। প্রতিযোগিতার পঞ্চম দিনে ১০টি সোনা সহ ভারতের পদক সংখ্যা হল ১৯। এদিন ভারোত্তোলনে ১০৫ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের প্রদীপ সিং।

বিবিধ

  • ধর্মঘটে শামিল হলেন ফ্রান্সের রেল কর্মীরা। সেখানকার সরকারি রেল সংস্থা এসএনসিএফ ঢেলে সাজানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে অংশ নিলেন তারা।
  • কর ছাড়ের সুযোগ নিয়ে নিয়ম ভাঙা হয়েছে অভিযোগ তুলে টাটা ট্রাস্টস সংস্থার বিরুদ্ধে তদন্তের সুপারিশ করল সংসদীয় কমিটি।
  • শিখা শর্মাকে অ্যাক্সিস ব্যাঙ্কের এমডি-সিইও পদে আরও ৩ বছর বহাল রাখার সিদ্ধান্ত জানালেন ব্যাঙ্কের কর্তৃপক্ষ। তবে শিখা শর্মা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পদে থাকবেন বলে জানিয়েছেন।