কারেন্ট অ্যাফেয়ার্স ৯ এপ্রিল ২০২০

541
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে করোনা ভাইরাস নামক মারণব্যাধির দাপট৷ এই সংক্রমণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯৪,৭২০ জনের৷ আক্রান্ত হয়েছেন ১৫,৮৪,৯৮২ জন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ১,৯২২ জনের প্রাণ কাড়ল করোনা সংক্রমণ৷ মার্কিন যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায় পেরিয়ে গেল স্পেনকে৷ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে৷ তারমধ্যে ১১ জন ভারতীয় নাগরিকও রয়েছেন৷ ব্রিটেনে ও জার্মানিতে করোনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৭ হাজার ও ২ হাজার ছাড়িয়ে গেল৷ এরই মধ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে “হু”-এর প্রধান টেড্রস অ্যাঢানম গেব্রিয়েসাস বলেছেন, করোনা নিয়ে রাজনীতিকে কোয়ারেন্টাইন করুন৷
  • বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত যুদ্ধাপরাধী আবদুল মাজিদের প্রাণভীক্ষার আবেদন খারিজ করে দিলেন সেখানকার রাষ্ট্রপতি আবদুল হামিদ৷ ১৯৭৫ সালের কেন্দ্রীয় কারাগারের ৪ জন ক্ষমতাচ্যুত মন্ত্রীকে হত্যা করেছিলেন মাজিদ৷

 

জাতীয়

  • দেশে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৯৷ আক্রান্ত হয়েছেন ৫,৮৬৫ জন৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১,১৩৫৷ মৃত্যু হয়েছে ৭২ জনের৷ তামিলনাড়ুতে ৭৩৮ জন আক্রান্ত হয়েছেন৷ গুজরাটে ১৬ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৫৷ হাওড়া জেলাহাসপাতালের সুপার করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে যাওয়ার ব্যবস্থা করল রাজ্যপ্রশাসন৷ এরাজ্যে্ এই সংক্রমণে মৃতের সংখ্যা ৫৷ এদিকে ওড়িশায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণা করলেন সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ সেখানে ১৭ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে৷ অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ১৫ হাজার কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার৷

 

বিবিধ

  • দেশে মার্চ মাসে পেট্রোলের চাহিদা কমেছিল ১৭.৭৯ শতাংশ৷ এপ্রিলে এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলের চাহিদা ৬৬ শতাংশ এবং বিমানজ্বালানির চাহিদা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানানো হল৷
  • ফেব্রুয়ারিতে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ যা ৭ মাসে সর্বোচ্চ৷ এদিকে গত অর্থবর্ষে দেশে কয়লা উত্তোল নহয়েছে ৫০৪ লক্ষ টন৷ লক্ষ্যমাত্রা ছিল ৫৫৩০ লক্ষ টন৷ এদিন শেয়ারসূচক সেনসেক্স ১২৬৫ অঙ্ক ও নিফটি ৩৬৩ অঙ্ক বৃদ্ধি পেয়েছে৷

 

খেলা

  • করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অর্থ সংগ্রহের জন্য ভারত-পাকিস্তান একদিনের ক্রিকেট সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার৷ সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করলেন কপিলদেব ও মদনলাল৷
  • উইম্বলডন বাতিল হলেও মহামারী বিমা থাকায় বিমা সংস্থা থেকে ৯৪৬ কোটি টাকা ১ হাজার মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পেল অল ইংল্যান্ড লনটেনিস অ্যাসোসিয়েশন৷