কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ডিসেম্বর, ২০১৭

560
0
current-affairs-09122017-picture

খেলা

  •  টোকিওয় অনুষ্ঠিত দশম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের মেহুলি ঘোষ। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে চ্যাম্পিয়ন হলেন ১৬ বছরের মেহুলি।
  • ২০১৮ সালে ভারত থেকে ফিফা রেফারি ও সহকারী রেফারির সংখ্যা থাকছে ১৬। বাংলা থেকে ৩।

বিবিধ

  • প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত (৮৫)।
  • ক্যালিফোর্নিয়ার প্রথম মহিলা তথা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসাবে ইউবা সিটির মেয়র পদে বসলেন প্রীতি দিদবান (৫০)। এই শিখ মহিলা কঠোর পরিশ্রম করে দারিদ্র ও অন্য প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন।