কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মে ২০২০

635
0

আন্তর্জাতিক

  • রাশিয়ায় প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন৷ সেখানে এপর্যন্ত ১ লক্ষ ৮৮ হাজার মানুষ সংক্রমণের শিকার৷ মৃত্যু হয়েছে ১,৭২৩ জনের৷ ফ্রান্সে ২৫,৯৮৭ জনের ও জার্মানিতে ৭,৩৯২ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ অতিক্রম করে গেছে৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে লকডাউন উঠতে শুরু করেছে৷ বেলারুশে এদিন আড়ম্বরের সঙ্গে পালিত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তি৷ সেখানকার রাষ্ট্রপতি আলেকডান্ডার লুকাসেঙ্কো বলেছেন, কোভিড রুখতে বিভিন্ন দেশ যা করছে তা পাগলামো৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন৷ ১৯৪৫ সালের ৮ মে একই রকমভাবে ভাষণ দিয়েছিলেন তাঁর বাবা রাজা ষষ্ঠ জর্জ৷

 

জাতীয়

  • ভারতে ১১ দিনে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা দ্বিগুণ হল৷ গত ২৯ এপ্রিল মৃতের ছিল ১,০০৮৷ এদিন তা হয়েছে ১,৯৮১৷ এপর্যন্ত মোট আক্রান্ত ৫৯,৬৬২ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, দেশে ৮৪৩টি কোভিড হাসপাতালে ১,৬৫,৯৯১টি শয্যার ব্যবস্থা করা হয়েছে৷ চিকিৎসাধীন রোগীদের উপসর্গ নামমাত্র হলে এবং পরপর তিনদিন জ্বর না থাকলে দশম দিনেই ছেড়ে দেওয়ার পরামর্শ দিল তারা৷
  • ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৪১১ কোটি টাকা ঋণ নিয়ে দুবাইয়ে গা ঢাকা দিয়েছে ৩ জন শিল্পপতি৷ ২০১৬ সালে ঋণ পরিশোধ না করার নোটিস জারি হলেও তা প্রকাশ্যে এসেছে গত ফেব্রুয়ারি মাসে৷ রামদেব ইন্টারন্যাশনাল নামে বাসমতী চাল রপ্তানির সংস্থার ৩ মালিক নরেশ কুমার, সুরেশ কুমার ও সঙ্গীতা দেবী দুবাইয়ে পালিয়ে গেছে বলে জানা গেল৷

 

বিবিধ

  • এদিন দেশে জ্বালানি তেলের চাহিদা ছিল ৯০ লক্ষ ৯৩ হাজার টন৷ ২০০৭ সালের পর দৈনিক চাহিদার ভিত্তিতে এটি সর্বনিম্ন৷ এপ্রিল মাসে গত বছরের এপ্রিল মাসের তুলনায় ডিজেল ৫৫.৬ শতাংশ ও পেট্রোল ৬০.৬ শতাংশ কম বিক্রি হয়েছে৷

 

খেলা

  • করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহে ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের জার্সিটি দান করলেন দিয়েগো মারাদোনা৷
  • অন্য দেশের টি২০ প্রতিযোগিতায় খেলার অনুমতির জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন জানালেন সুরেশ রায়না৷ তাঁকে সমর্থন করলেন ইরফান পাঠান৷