কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ সেপ্টেম্বর ২০২০

611
0

আন্তর্জাতিক

  • নোবেল শান্তি পুরস্কারের জন্য ভ্লাদিমির পুতিনের নামে মনোনয়ন পেশ করলেন রাশিয়ার জনপ্রিয় লেখক সের্গে কমকভ। প্রসঙ্গত, এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে মনোনয়ন পেশ করেন নরওয়ের একজন সাংসদ।
  • রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভায় ভিডিও মাধ্যমে বক্তৃতা দিতে গিয়ে শুধু ভারতের বিরুদ্ধে বিদ্বেষ বর্ষণই করে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দবি ভারতে মুসলিমরাই নির্যাতনের শিকার। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি সভা থেকে বেরিয়ে যান। তিনি মন্তব্য করলেন, ‘কূটনৈতিক নিম্নগামিতার নতুন দৃষ্টান্ত গড়ল পাকিস্তান।’
  • প্যারিসে আততায়ীর ছুরিকাঘাতে আহত হলেন ৪ জন। সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ২০১৫ সালে শার্লি এরদো হামলার সঙ্গে কোনো যোগ আছে কিনা দেখা হচ্ছে।
  • বিশ্বে কোভিডে সংক্রমিত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল যথাক্রমে ৩,২৬,৬২,১০৮ এবং ৯,৯১,০৩৬।

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪,৯২,৪০৯ জনের কোভিড পরীক্ষা করা হয়। এতদিনে দেশে প্রায় ৭ কোটি জনের পরীক্ষা করা হয়েছে। মোট সংক্রমিত হয়েছেন ৫৮,১৮,৫৭০ জন। প্রাণহানি হয়েছে ৯২,২৯০ জনের। দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগী ৯,৭০,১১৬জন।
  • কোভিড পরিস্থিতির মধ্যেই বিহার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৮ অক্টোবর থেকে ১০ দিন ধরে ৩ দফায় ভোট নেওয়া হবে ২৪৩ আসনের জন্য। ভোটের সময় বাড়িয়ে সকাল সাতটা থকে সন্ধ্যা ছটা পর্যন্ত করা হল। জনসভা কমিয়ে ভিডিও মাধ্যমে প্রচারে জোর দিয়েছে কমিশন।

 

বিবিধ

  • চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন সংগীতকার এস পি বালসুব্রহ্মণ্যম (৭৪)। ১৬টি ভাষায় অন্তত ৪০ হাজার গান রয়েছে তাঁর কণ্ঠে। তিনি বন্ধুদের কাছে পরিচিত ছিলেন বালু নামে। ১৯৬৯ সালে তামিল ছবিতে গান গেয়ে প্রথম জনপ্রিয়তা পান তিনি। মুম্বইয়ে ১৯৮১ সালে ‘এক দুজে কে লিয়ে’ ছবিতে নেপথ্যে গান গেয়েই বাজিমাত করেন তিনি। সলমন খানের লিপে অসংখ্য জনপ্রিয় গান তাঁরই গওয়া। ৬টি জাতীয় পুরস্কার ছাড়াও তিনি পেয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান।
  • নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশি আদালতে ভারত সরকারের বিরুদ্ধে করা মামলায় জয়ী হল ভোডাফোন। ২০০৭ সালে হাচিসন এসারের ৬৭ শতাংশ শেয়ার ১১০০ কোটি ডলারে কিনেছিল ভোডাফোন। এক্ষেত্রে সুদ সহ ২২,১০০ কোটি টাকা দাবি করেছিল কেন্দ্রীয় সরকার।

 

খেলা

  • উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল বায়ার্ন মিউনিখ। এ মরসুমে এটি তাদের চতুর্থ ট্রফি। ফাইনালে তারা ২-১ গোলে হারাল সেভিয়াকে। বুদাপেস্টে ১৫ হাজার দর্শকের সামনে ম্যাচ জিতল বায়ার্ন। জয়সূচক গোলটি করেন জাভি মার্তিনেজ। বায়ার্নে এটি ছিল তাঁর শেষ ম্যাচ।
  • ২০১৯-২০ মরসুমে সর্বভারতীয় ফুটবল সংস্থার বিচারে বর্ষসেরা ফুটবলার মনোনীত হলেন গুরপ্রীত সিং সান্ধু। গোলরক্ষক হিসাবে সুব্রত পাল বর্ষসেরা ফুটবলার হওয়ার ১১ বছর পর ফের কোনো গোলরক্ষক এই পুরস্কার পেলেন। বর্ষসেরা প্রতিশ্রুতিময় ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীত হলেন অনিরুদ্ধ থাপা।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল