কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ সেপ্টেম্বর ২০২০

665
0

আন্তর্জাতিক

  • গোটা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মানুষের প্রাণহানি ১০ লক্ষের সীমা অতিক্রম করে গেল (১০,০০,৭৫৫ জন)। ডিসেম্বর মাসে সংক্রমণের খোঁজ পাওয়ার পর ১০ মাসে প্রাণহানির সংখ্যা দশ লক্ষে পৌঁছল। প্রাণহানির সংখ্যায় অর্ধেকের বেশি চারটি দেশে— মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো। সংক্রমিত হয়েছেন ৩,৩২,২৯,৩৬৪ জন।
  • নাগোরনো-কারাবাখ অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হল আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে। অন্তত ১৬ জন স্থানীয় বাসিন্দা এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে নাগোরনো অঞ্চল নিয়ে বিবাদ রয়েছে দেশদুটির। ২০১৬ সালেও একবার সীমান্ত সংঘর্ষে ১১০ জনের মৃত্যু হয়েছিল।
  • প্যারিসে গত দিনের ছুরি নিয়ে হামলার লক্ষ্য ছিল শার্লি এবদো-পত্রিকাই। এই ঘটনায় এক জন তরুণকে ধরা হয়েছে। সে পাকিস্তানের নাগরিক। মাংস কাটার ছুরি নিয়ে সে হামলা চালিয়েছিল।

 

জাতীয়

  • যশোবন্ত সিং (৮২) প্রয়াত হলেন। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মতো তিনিও ছিলেন সেই বিরল ব্যক্তি যিনি বিদেশ, প্রতিরক্ষা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কর্মসূত্রে তিনি ছিলেন সেনাবাহিনীর মেজর। তিনি বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। একবার রাজ্যসভার ও পাঁচ বার লোকসভার আসনে জয়ী হয়েছেন। ২০০৯ সালে দার্জিলিং থেকে লোকসভার আসনে জয় লাভ করেন। ২০০৯ সালে ‘জিন্না: ইন্ডিয়া, পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স’ গ্রন্থটি লিখে একবার ও ২০১৪ সালে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে দাঁড়িয়ে তিনি বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
  • মান্ডির আইআইটি এক সমীক্ষার রিপোর্টে দাবি করল, দুবাই ও ব্রিটেন থেকে আসা পর্যটকদের থেকেই ভারতে সব চেয়ে বেশি কোভিড ছড়িয়েছে। এদিকে দেশে মোট কোভিড সংক্রমিত হয়েছেন ৫৯,৯২,৫৩২। মোট প্রাণহানির সংখ্যা ৯৪,৫০৩।

 

বিবিধ

  • বিশ্বের প্রথম ১০০টি বিজ্ঞান নগরীর তালিকায় ঠাঁই পেল কলকাতা। বিশ্বের ৮২টি পত্রিকা ও ৫৮ জন গবেষকের তৈরি করা ‘নেচারস ইন্ডেক্স’ অনুমোদন করেন প্রায় ৬০০০ বিজ্ঞানী। সেখানে বেঙ্গালুরু ৯৭তম ও কলকাতা ৯৯তম ক্রম পেয়েছে। গত বছর কলকাতার ক্রম ছিল ১২১। প্রথম ৫টি ক্রম পেয়েছে যথাক্রমে বেজিং, নিউইয়র্ক, বস্টন, সানফ্রান্সিসকো ও সাংহাই।

 

খেলা

  • ইস্টবেঙ্গল আইএসএলে খেলতে পারবে বলে সরকারিভাবে জানালেন স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারপার্সন নীতা আম্বানী।
  • আইপিএলে রান তাড়া করে জেতার রেকর্ড করল রাজস্থান রয়্যালস। এদিন তারা কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান তাড়া করে সংগ্রহ করে ২২৬ রান।
  • রাশিয়া গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হলেন ভালত্তেরি বোতাস।
  • অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করলেন লুইস সুয়ারেজ। লা লিগায় তাঁর নতুন দল ৬-১ গোলে হারাল গ্রানাডাকে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল