কারেন্ট অ্য্যাফেয়ার্স ২০ এপ্রিল ২০২০

777
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হল ৪০,৬১৫ জনের৷ আক্রান্ত ৭,৬৫,৫৮১ জন৷ তারমধ্যেই মার্কিন মুলুকের নানাস্থানে শত-শত নাগরিক বিক্ষোভ দেখাচ্ছেন লকডাউন তোলার দাবিতে৷ এদিকে আফগানিস্তানে রাষ্ট্রপতি আশরফঘানির প্রাসাদে ২০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেল৷ পাকিস্তানে ১৮১ জন এবং বাংলাদেশে ১০১ জন করোনায় প্রাণ হারিয়েছেন৷ বিশ্বে সংক্রমণের সংখ্যা ২৪,৬০,৭৯২৷ মৃত্যু হয়েছে ১,৬৮,৯৩৪ জনের৷ অন্যদিকে রোগ ছড়ানো নিয়ে চিনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ এনেছিল৷ এদিন অস্ট্রেলিয়াও একই বিষয় নিয়ে তদন্ত দাবি করল৷
  • কানাডার নোভাস্কটিয়া প্রদেশে আততায়ীর গুলিতে ১৬ জনের মৃত্যু হল৷ পুলিশের পোশাক পরে হত্যাকাণ্ড চালায় গাব্রিয়েল ওয়র্টম্যান৷ পরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়৷ বন্দুকবাজের গুলিতে এই প্রথম এতজনের মৃত্যু হল কানাডায়৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হলেন ১৭,৬৫৬ জন৷ প্রাণ হানি হয়েছে ৫৫৯ জনের৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট ও দিল্লিতে যথাক্রমে ২২৩, ৭৪, ৬৭ ও ৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ দেশের ২৩ রাজ্যের ৫৯টি জেলায় গত ১৪ দিনে নতুন করে কোনো সংক্রমণের খবর আসেনি৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৪৫৷ এ রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় এল৷ এদিন থেকে সরকারি দপ্তর, কৃষিক্ষেত্র, কলকারখানায় শর্তসাপেক্ষে এবং সামাজিক দূরত্বের বিধি মেনে কাজ শুরু হল৷ অন্যদিকে মুম্বইয়ে ৫৩ জন সাংবাদিকের দেহে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল৷

 

বিবিধ

  • বিজয় মালিয়াকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য ২০১৮ সালে রায় দিয়েছিল লন্ডনের ওয়েস্ট মিনিস্টার আদালত৷ ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন মালিয়া৷ সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট৷

 

খেলা

  • ২০২১ সালেও টোকিওতে অলিম্পিকের আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন জাপানের ভাইরাস বিশেষজ্ঞ কেস্তারো আইয়াতা৷
  • করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রশংসিত হলেন সোনা মিলখা সিং৷ তিনি নিউইয়র্কে মেট্রোপলিটান হসপিটাল সেন্টারে কর্মরত চিকিৎসক৷ সোনা হলেন কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিংয়ের মেয়ে ও গলফার জীব মিলখা সিংয়ের দিদি৷