আন্তর্জাতিক
- বিশ্বজুড়ে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে লাফিয়ে-লাফিয়ে৷ উদ্বেগ বাড়িয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা৷ বিশ্বজুড়ে ২২,৩৪০ জন এই সংক্রমণে প্রাণ হারালেন৷ আক্রান্তের মোট সংখ্যা ৫,০৩,২১৯৷ স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে মৃতের সংখ্য্যা বেড়ে হল যথাক্রমে ৪১৪৫, ১০৮০ ও ১৩৩১৷ মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ৭৫০৬৯, ছাপিয়ে গেল ইতালিকে (৭৪৩৮৬)৷ বিশ্বব্যাপী এই লড়াইয়ে অংশ নেওয়া ও উন্নয়নশীল দেশগুলিকে সহযোগিতার জন্য জি-২০ দেশগুলির নেতৃত্বের কাছে আবেদন জানালেন সৌদি আরবের রাজা সলেমন৷ এদিন জি-২০র রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে কথা বললেন৷ বাংলাদেশে ৫ জনের মৃত্যু হল এই সংক্রমণে৷ এদিন ৪৯তম স্বাধীনতা দিবসের দিনেই ১০ দিনের শাট ডাউন ঘোষণা করল বাংলাদেশ৷
- আফগানিস্তানে কাবুলের একটি গুরুদ্বারে ইসলামিক স্টেট জঙ্গিদের হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হল৷
জাতীয়
- দেশে চর্তুদশ ব্যক্তির মৃত্যু হল করোনা ভাইরাস সংক্রমণে৷ শ্রীনগরে এক পৌঢ়ের মৃত্যু হল এই করোনা ভাইররাস সংক্রমণে৷ আরও দুজনের মৃত্যু হওয়ায় ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬৷ সম্পূর্ণ লকডাউন চলছে দেশে৷ ভারতে করোনা সংক্রমণে সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র ও কেরলে৷ দুই রাজ্যেই শতাধিক ব্যক্তি সংক্রমিত হয়েছেন৷ এদিন ৮৮ জন নতুন করে আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৯৪৷ পশ্চিমবঙ্গে সংক্রমণের সংখ্যা বেড়ে হল ১০৷
বিবিধ
- করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে লকডাউন সংক্রান্ত পরিস্থিতিতে ১ লক্ষ ৭০ হাজার টাকার বিশেষ প্য্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে অতিরিক্ত চাল, ডাল, গম দেওয়ার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ এছাড়াও যেসব সংস্থায় কর্মীর সংখ্যা ১০০-র কম এবং ৯০ শতাংশ কর্মীর বেতন মাসিক ১৫ হাজার টাকার কম, তাঁদের প্রভিডেন্ট ফান্ডের ২৪ শতাংশ টাকাই কেন্দ্রীয় সরকার জমা দেবে বলে জানানো হল৷ উজ্জ্বলা যোজনায় আরও ৩ মাস বিনামূল্যে ৮.৩ কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে বলে ঘোষণাও করা হল৷
- ইয়েস ব্যাঙ্কের নতুন এমডি এবং সিইও হিসাবে কাজ শুরু করলেন প্রশান্ত কুমার৷ শেয়ার বিক্রির মাধ্যমে সংস্থার মূলধন ৫০০০ কোটি টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল৷
খেলা
- টি২০ বিশ্বকাপে ক্রিকেটের বাছাই পর্বের যাবতীয় খেলা বাতিল করল আইসিসি৷ ৩ মাসের মধ্যে এই বাছাই পর্বের প্রতিযোগিতা সম্পন্ন করার কথা ছিল৷
- সোমালিয়ার প্রাক্তন ফুটবলার আবদুল কাদির মহম্মদ ফারাহের মৃত্যু হল করোনা সংক্রমণে৷