কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ সিনিয়র রিসার্চ ফেলো

707
0

নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে “কনজার্ভেশন এগ্রিকালচার”-প্রোজেক্টে বিভিন্ন শাখায় ২৫জন সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর: S/ Advt./ 22/ L 390.

শাখা ও আসন সংখ্যা: এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স ৭, অ্যাগ্রোনমি ৪, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ১, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ২, এগ্রিকালচারাল মিটিওরোলজি অ্যান্ড ফিজিক্স ১, এগ্রিকালচারাল বায়োকেমিস্ট্রি ১, প্ল্যান্ট প্যাথোলজি ২, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ১, এগ্রিকালচারাল এন্টোমোলজি ১, হর্টিকালচারাল সায়েন্স ১, এগ্রিকালচারাল এক্সটেনশন ২, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স ১,  এগ্রিকালচারাল ইকোনমিক্স ১।

যোগ্যতা: উপরিউক্ত শাখাগুলিতে প্রথম শ্রেণি বা উচ্চ দ্বিতীয় শ্রেণির নম্বর সহ এমএসসি (এগ্রি) বা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর/ সমতুল গ্রেড (১০.০০ স্কেলে ৬.৫) পেয়ে হর্টিকালচারাল সায়েন্সে এমএসসি/এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং-এ এম-টেক করে থাকতে হবে।

সময়সীমা: ৩ বছর বা প্রকল্প শেষের প্রকৃত তারিখ পর্যন্ত।

ফেলোশিপ: প্রথম ২ বছর ২৫,০০০ টাকা +  ১৫% বাড়িভাড়া ভাতা, তৃতীয় বছর ২৮,৫০০ টাকা +  ১৫% বাড়িভাড়া ভাতা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে ইমেলে, অফলাইনেও সেই কপি পাঠাতে হবে। সাদা কাগজে পরিষ্কার করে নিজের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ফোন নম্বর, মেল আইডি, পূর্বে রিসার্চের অভিজ্ঞতা (যদি থাকে) আবেদনপত্রের উপরের ডানদিকে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট মাপের ছবি সেঁটে দিতে হবে, এর পাশাপাশি পরীক্ষার মার্কশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। ইমেল, হার্ড কপি সবই পৌছঁতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে, এই ঠিকানায় Dr. Dibyendu Sarkar, Asstt. Professor, Dept. of Agricultural Chemistry & Soil Science, Faculty of Agriculture, Bidhan Chandra Krishi Viswavidyalaya, Mohanpur, P.O. Krishi Viswavidyalaya, Dist. Nadia, West Bengal, PIN-741252। বিশদ বিবরণ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে https://www.bckv.edu.in/userfiles/file/s_advt_22_l390.pdf

ইমেল করতে হবে এই আইডিতে: dsarkarO4@rediffmail.com