কৃষি বিষয়ে ‘নেট’-এর মাধ্যমে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা অর্জন

925
0
NET, Net, Net Online Application

দেশের বিভিন্ন স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ও অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে লেকচারার/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য দ্য এগ্রিকালচারাল সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড-এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ২০১৮ (ICAR-NET II) নেওয়া হবে। পরীক্ষা ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র ব্যারাকপুর (সেন্টার কোড ০৫)। অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্র ও সেন্টারকোড সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শাখায় স্পেশ্যালাইজেশন সহ মাস্টার ডিগ্রি বা সমতুল। যোগ্যতা ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকতে হবে।

ডিসিপ্লিনের নাম ও ব্র্যাকেটে কোড নম্বর: এগ্রিকালচারাল বায়োটেকনোলজি (০১)। এগ্রিকালচারাল এনটোমোলজি (০২)। এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি (০৩)। ইকোনমিক বটানি অ্যান্ড প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস (০৪)। জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং (০৫)। নেমাটোলজি (০৬)। প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি (০৭)। প্ল্যান্ট প্যাথোলজি (০৮)। প্ল্যান্ট ফিজিওলজি (০৯)। সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি (১০)। ফ্লোরিকালচার ল্যান্ডস্কেপিং (১১)। ফ্রুট সায়েন্স (১২)। স্পাইসেস, প্ল্যান্টেশন অ্যান্ড মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্ল্যান্টস (১৩)। ভেজিটেবিল সায়েন্স (১৪)। অ্যানিমাল বায়োকেমিস্ট্রি (১৫)। অ্যানিমাল বায়োটেকনোলজি (১৬)। অ্যানিমাল জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং (১৭)। অ্যানিমাল নিউট্রিশন (১৮)। অ্যানিমাল ফিজিওলজি (১৯)। অ্যানিমাল রিপ্রোডাকশন অ্যান্ড গাইনোকোলজি (২০)। ডেয়ারি কেমিস্ট্রি (২১)। ডেয়ারি মাইক্রোবায়োলজি (২২)। ডেয়ারি টেকনোলজি (২৩)। লাইভস্টক প্রোডাকশন ম্যানেজমেন্ট (২৫)। পোল্ট্রি সায়েন্স (২৬)। ভেটেরিনারি মেডিসিন (২৭)। ভেটেরিনারি মাইক্রোবায়োলজি (২৮)। ভেটেরিনারি প্যারাসাইটোলজি (২৯)। ভেটেরিনারি প্যাথোলজি (৩০)। ভেটেরিনারি ফার্মাকোলজি (৩১)। ভেটেরিনারি পাবলিক হেলথ (৩২)। ভেটেরিনারি সার্জারি (৩৩)। অ্যাকোয়াকালচার (৩৪)। ফিশারিস রিসোর্স ম্যানেজমেন্ট (৩৫)। ফিশ প্রসেসিং টেকনোলজি (৩৬)। ফিশ নিউট্রিশন (৩৭)। ফিশ হেলথ (৩৮)। ফিশ জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং (৩৯)। এগ্রিকালচারাল কেমিক্যালস (৪০)। এগ্রিকালচারাল মেটিওরোলজি (৪১)। এগ্রোফরেস্ট্রি (৪২)। এগ্রোনোমি (৪৩)। এনভায়রনমেন্টাল সায়েন্স (৪৪)। সয়েল সায়েন্সেস (৪৫)। এগ্রিকালচারাল বিজনেস ম্যানেজমেন্ট (৪৬)। এগ্রিকালচারাল ইকোনমিক্স (৪৭)। এগ্রিকালচারাল এক্সটেনশন (৪৮)। এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স (৪৯)। হোম সায়েন্স (৫০)। ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার (৫১)। কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড আইটি (৫২)। ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং (৫৩)। বায়োইনফরমেটিক্স (৫৪)। ফুড টেকনোলজি (৫৫)। এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং (৫৬)। ভেটেরিনারি অ্যানাটমি (৫৭)।

বয়সসীমা: ১ জুলাই ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।

আবেদনের ফি: ১০০০ টাকা। ওবিসিদের ক্ষেত্রে ৫০০, তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ২৫০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ২৯ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: http://www.asrb.org.in এবং http://www.icar.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ২৯ নভেম্বর ২০১৮ বিকেল ৫টা পর্যন্ত।