কেন্দ্রীয় বাহিনীগুলিতে ১২২৩ এসআই, এএসআই: প্রার্থীদের পদ পছন্দের ক্রম জানানোর ফর্ম

710
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের মধ্যমে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সমূহে সাব-ইনস্পেক্টর ও সিআইএসএফ-এ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর নিয়োগের ২০১৭ সালের পরীক্ষায় প্রার্থীরা বাহিনী ও পদ পছন্দের অগ্রাধিকার ক্রম যাতে জানাতে পারেন সেজন্য নির্ধারিত ফর্ম আজ ২৫ সেপ্টেম্বর আপলোড করে দেওয়া হয়েছে। সেখানে দেওয়া ৭টি পদ/বাহিনীর কোড আপনার পছন্দের পরম্পরা অনুযায়ী ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর বক্সের নিচের ঘরে লিখতে হবে। যেমন, ১ম পছন্দ যদি Sub-Inspector in Sashastra Seema Bal (SSB) হয় তাহলে তার কোড (F) লিখতে হবে ১ নং বক্সের নিচের ঘরে। একইভাবে অন্যান্য পদপছন্দের ক্রম উল্লেখ করতে হবে। সবশেষে সই, নাম, তারিখ ও স্থান জানাতে হবে। ফর্ম সহ এসংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/option_form_sicpo2017_25082018.pdf