কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক, নার্স, ডাক্তার নিয়োগ

1212
0
kvs-picture

কেন্দ্রীয় বিদ্যালয় বেঙ্গডুবিতে (দার্জিলিং) সাময়িক/ আংশিক সময়ের চুক্তির ভিত্তিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, নার্স, ডাক্তার, কাউন্সেলর, ইনস্ট্রাকটর (গেমস/ যোগা/ আর্টঅ্যান্ডক্রাফট/ কম্পিউটার) নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। পোস্ট গ্র্যাজুয়েট ও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ইন্টারভিউ হবে ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ এবং বাকি পদগুলির ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.kvbengdubi.org ওয়েবসাইট থেকে।