কেন্দ্রীয় বিদ্যালয়ে ৫১৯৩ শিক্ষক, প্রধান শিক্ষক নিয়োগ

966
0
Kendriya-Vidyalaya Recruit Picture

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে ৫১৯৩ জন পিজিটি, টিজিটি, হেড মাস্টার ও ভাইস প্রিন্সিপাল নিয়োগ করা হবে, বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। অতএব কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মরত প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি): হিন্দি: মোট শূন্যপদ ২১৮ (২০১৪-১৫ সালের জমে থাকা শূন্যপদ ৪০, ২০১৫-১৬ সালের জমে থাকা ৫১, ২০১৬-১৭ সালের ৪২, ২০১৭-১৮ সালের ৪৮, ২০১৮-১৯ সালের ৩৭)।

ইংলিশ: মোট শূন্যপদ ২২৬ (২০১৪-১৫ সালের শূন্যপদ ৫০, ২০১৫০১৬ সালের ৭০, ২০১৬-১৭ সালের ২৪, ২০১৭-১৮ সালের ৪৭, ২০১৮-১৯ সালের ৩৫)।

ফিজিক্স: মোট শূন্যপদ ২৫৭ (২-১৪-১৫ সালের ৭০, ২০১৫-১৬ সালের ৭৭, ২০১৬-১৭ সালের ৩০, ২০১৭-১৮ সালের ৩৫, ২০১৮-১৯ সালের ৪৫)।

কেমিস্ট্রি: মোট শূন্যপদ ২৬৭ (২০১৪-১৫ সালের ৬০, ২০১৫-১৬ সালের ৭৬, ২০১৬-১৭ সালের ৩১, ২০১৭-১৮ সালের ৫৫, ২০১৮-১৯ সালের ৪৫)।

ম্যাথমেটিক্স: মোট শূন্যপদ ২১৮ (২০১৪-১৫ সালের ৫০, ২০১৫-১৬ সালের ৩০, ২০১৬-১৭ সালের ৪৫, ২০১৭-১৮ সালের ৪১, ২০১৮-১৯ সালের ৫২)।

বায়োলজি: মোট শূন্যপদ ২০৮ (২০১৪-১৫ সালের ৪০, ২-১৫-১৬ সালের ৪৭, ২০১৬-১৭ সালের ৩১, ২০১৭-১৮ সালের ৫৫, ২০১৮-১৯ সালের ৩৫)।

হিস্ট্রি: মোট শূন্যপদ ৭৬ (২০১৪-১৫ সালের ২০, ২০১৫-১৬ সালের ২২, ২০১৬-১৭ সালের ৮, ২০১৭-১৮ সালের ১২, ২০১৮-১৯ সালের ১৪)।

জিওগ্রাফি: মোট শূন্যপদ ৭২ (২০১৪-১৫ সালের ১৫, ২০১৫-১৬ সালের ১৯, ২০১৬-১৭ সালের ১১, ২০১৭-১৮ সালের ১২, ২০১৮-১৯ সালের ১৫)।

ইকোনমিক্স: মোট শূন্যপদ ১৮৯ (২০১৪-১৫ সালের  ৬৮, ২০১৫-১৬ সালের  ৭০, ২০১৬-১৭ সালের  ১৭, ২০১৭-১৮ সালের  ১৪, ২০১৮-১৯ সালের ২০)।

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি): হিন্দি: মোট শূন্যপদ ৫৮৪ (২০১৪-১৫ সালের  ১৭৭, ২০১৫-১৬ সালের  ২০০, ২০১৬-১৭ সালের  ১৫৯, ২০১৭-১৮ সালের  ২৫, ২০১৮-১৯ সালের ২৩)।

ইংলিশ: মোট শূন্যপদ ৫৯৪ (২০১৪-১৫ সালের  ২১০, ২০১৫-১৬ সালের  ২১৯, ২০১৬-১৭ সালের  ১১৪, ২০১৭-১৮ সালের  ২৩, ২০১৮-১৯ সালের ২৮)।

সংস্কৃত: মোট শূন্যপদ ৩৪৭ (২০১৪-১৫ সালের  ৯৫, ২০১৫-১৬ সালের  ১২৪, ২০১৬-১৭ সালের  ৫৩, ২০১৭-১৮ সালের  ৫০, ২০১৮-১৯ সালের ২৫)।

সায়েন্স/ বায়োলজি: মোট শূন্যপদ ৪৮৭ (২০১৪-১৫ সালের  ৯০, ২০১৫-১৬ সালের  ১৫০, ২০১৬-১৭ সালের  ১৮২, ২০১৭-১৮ সালের  ৩৫, ২০১৮-১৯ সালের ৩০)।

ম্যাথমেটিক্স: মোট শূন্যপদ ৫৬৬ (২০১৪-১৫ সালের  ১৬৭, ২০১৫-১৬ সালের  ১৫০, ২০১৬-১৭ সালের  ২০২, ২০১৭-১৮ সালের  ২২, ২০১৮-১৯ সালের ২৫)।

সোশ্যাল সায়েন্স: মোট শূন্যপদ ৫৭৫ (২০১৪-১৫ সালের  ১৫৯, ২০১৫-১৬ সালের  ১৫০, ২০১৬-১৭ সালের  ১৯৬, ২০১৭-১৮ সালের  ৪০, ২০১৮-১৯ সালের ৩০)।

হেড মাস্টার: মোট শূন্যপদ ১৬৩ (২০১৪-১৫ সালের  ২৫, ২০১৫-১৬ সালের  ৪০, ২০১৬-১৭ সালের  ৪০, ২০১৭-১৮ সালের  ৪০, ২০১৮-১৯ সালের ১৮)।

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, তাছাড়া বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানা যাবে নিচের ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.kvsangathan.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, ২৫ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে।