কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি) পদের জন্য অতিরিক্ত ১৯১০১ জনের শারীরিক পরীক্ষা

762
0
CRPF Constable Recruitment

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র পরীক্ষার ভিত্তিতে সফল প্রার্থীদের যে অতিরিক্ত ১৯৭৩৪ জনের তালিকা শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষা (পিএসটি/পিইটি)-র জন্য বাহিনীগুলির নিয়োগ পরিচালক (নোডাল বডি) সিআরপির কাছে পাঠানো হয়েছে, তারমধ্যে ১৯১০১ জনের শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষা আগামী ৩ থেকে ২০ ফেব্রুয়ারি হবে বলে সিআরপির পক্ষ থেকে জানানো হয়েছে। সিআরপির ওয়েবসাইটেও তা জানানো হয়েছে (www.crpf.gov.in)। সেই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ই-অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে হবে ওই ওয়েবসাইট থেকে। বাকি ৬৩৩ জন ইতিমধ্যেই শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষা দিয়েছেন এবং সে পরীক্ষার ফলও বেরিয়ে গেছে, তাতে সফল হয়েছেন ২৯২ জন।

এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে স্টাফ সিলেকশনের এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice1_gd_31012020.pdf