কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে এসআই/এএসআই নিয়োগের দ্বিতীয় পত্রের ফল, মেডিকেল টেস্ট

862
0
WB Police Constable Exam

দিল্লি পুলিশ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর (সিআইএসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের পরীক্ষার দ্বিতীয় পত্রের ফল প্রকাশিত হয়েছে। শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষার ফল বেরিয়েছিল গত ৯ সেপ্টেম্বর। দ্বিতীয় পত্রের পরীক্ষায় বসার জন্য সফল হয়েছিলেন মোট ৪৭৮৩ জন। দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় গত ২৭ সেপ্টেম্বর। পরীক্ষা দিয়েছিলেন মোট ৪৫৪১ জন। মোট শূন্যপদের ১:৩ হারে ৩১৭ জন মহিলা ও ৩৪৬৭ জন পুরুষ প্রার্থী ডাক্তারি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এজন্য প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর যথাসময়ে ওয়েবসাইটে আপলোড করা হবে। কাদের কবে মেডিকেল টেস্ট তাও যথাসময়ে জানানো হবে কমিশনের আঞ্চলিক দপ্তরগুলির ওয়েবসাইটে। এই ঘোষণাটি দেখা যাবে কমিশনের ৩ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিতে (File No.–08/01/2018-C-1/2)। এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_sicpo_03022020.pdf