কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে এসআই/এএসআই নিয়োগের প্রথম পত্রের ফল

776
0
Admit card download

দিল্লি পুলিশ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে (সিএপিএফস) সাব-ইনস্পেক্টর (সিআইএসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯ সালের পরীক্ষার কম্পিউটার ভিত্তিক প্রথম পত্রের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও। পরীক্ষা হয়েছিল গত ৯-১৩ ও ৩০ ডিসেম্বর। পরীক্ষা দিয়েছিলেন মোট ২,৬৩,৯০৪ জন। সফল হয়েছেন ওপেন মার্কেট নিয়োগের ক্ষেত্রে মহিলা ৪০৩৫ জন, পুরুষ ৪১,৮৮৮ জন, ডিপার্টমেন্টাল (পুরুষ, দিল্লি পুলিশ) ৩৯০ জন, স্পেশ্যালাইজড ক্যাটেগরি (প্রাক্তন সমরকর্মী, দিল্লি পুলিশ) ১২৩ জন।

সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা/মাপজোকের পরীক্ষা (পিএসটি/পিইটি) নেবেন বাহিনীগুলির নোডাল কর্তৃপক্ষ। সে পরীক্ষার সূচি স্টাফ সিলেকশন কমিশনের আঞ্চলিক অফিসগুলির মাধ্যমে যথাসময়ে জানানো হবে। প্রার্থীদের প্রাপ্ত নম্বর যথাসময়ে ওয়েবসাইটে আপলোড করা হবে। কমিশনের ১৪ ফেব্রুয়ারির এই বিজ্ঞপ্তি (F.No.08/01/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/writeup_sicpo_14022020.pdf