কোচবিহার মেডিক্যাল কলেজে ১০ ডাক্তার

3314
0
medical officer recruitment
Doctor in front of a bright background

কোচবিহার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ১০ জন এমবিবিএস হাউস স্টাফ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CGMCH/Prin/742/2020.

 

শূন্যপদ: ১০ (মেডিসিন ১, জিঅ্যান্ডও ৩, ডেনটিস্ট্রি ১, সাইকিয়্যাট্রি ১, জেনারেল সার্জারি ১, ইএনটি ১, পেডিয়্যাট্রিক ২)।

বয়সসীমা: ৩১ মার্চ ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা বছর।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ২৮ আগস্ট দুপুর ২টো থেকে, ঠিকানা— Office of the Principal, Cooch Behar Govt Medical College (Yuba abas), Raj Bari Stadium Complex.

বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স ও সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি সহ আগামী ২৬ আগস্ট বেলা ১১টার মধ্যে রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্ট/ ক্যুরিয়ারে বা সরাসরি কোচবিহার মেডিক্যাল কলেজের অফিসে গিয়ে জমা করতে হবে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল নথি সঙ্গে নিয়ে যেতে হবে।

http://www.coochbehargmch.org/Download_file/Notice/Housestaff_CGMCH-_1.pdf লিঙ্কে গিয়ে যোগ্যতা ইত্যাদির বিবরণ সহ পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল