কোচবিহারে জাতীয় স্বাস্থ্য মিশনে লিখিত পরীক্ষার ফল, ইন্টারভিউ

689
0

কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় স্বাস্থ্য অভিযানে ল্যাব টেকনিশিয়ান (এনসিডি/আর্ট সেন্টার), পুরুষ/মহিলা কাউন্সেলর (আরকেএসকে), টেকনিশিয়ান সুপারভাইজার (ব্লাড ব্যাঙ্ক), ডেটা ম্যানেজার (আর্ট সেন্টার), কাউন্সেলর (আর্ট সেন্টার) পদের জন্য গত ৯ আগস্ট যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে, চূড়ান্ত ইন্টারভিউ হবে ৫ ও ৬ ডিসেম্বর বেলা ১১টায়। এই ঠিকানায়: Office of the Chief Medical  of Health, Lal Bagh, Debi Bari Road, Cooch Behar. উপস্থিত হতে হবে বেলা সাড়ে দশটার মধ্যে।

সফল প্রার্থীদের তালিকা ও কার কবে ইন্টারভিউ সেই তালিকা জানা যাবে এই লিঙ্কে: http://www.coochbehar.gov.in/HTMfiles/Occasional/CMOH261118.pdf